বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক, ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে থাকছে না পোষ্য কোটা, কমছে আসন

মুক্তি৭১ ডেস্ক

চবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় থাকছে না শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানের জন্য ‘পোষ্য কোটা’। পাশাপাশি ২০ শতাংশের মতো আসন এবং সব ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতার জিপিএ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ নভেম্বর সকাল ১০টায় চবি উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আবেদনের যোগ্যতা ও আসন সংখ্যা কমানো, পরীক্ষার তারিখ পরিবর্তন এবং পোষ্য কোটা বাতিলসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত প্রথম সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সূচি নির্ধারণ করা হলেও দ্বিতীয় সভায় সেই সূচি পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া আগামী ২ জানুয়ারি বিজ্ঞান, জীববিজ্ঞান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা।

৩ জানুয়ারি হবে সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ৯ জানুয়ারি ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের, আর ১০ জানুয়ারি কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া উপ–ইউনিটগুলোর মধ্যে ‘ডি–১’ এর পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি–১’ এর ৭ জানুয়ারি এবং ‘বি–২’ এর পরীক্ষা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় সব ইউনিটেই জিপিএ কমানো হয়েছে। ‘এ’ ইউনিটে ন্যূনতম যোগ্যতা নির্ধারিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭ দশমিক ৭৫, যেখানে এসএসসিতে ন্যূনতম ৪ এবং এইচএসসিতে ৩ দশমিক ২৫ থাকতে হবে। ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ লাগবে ৭, আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭ দশমিক ৫০। ‘সি’ ইউনিটে ন্যূনতম জিপিএ ৭ দশমিক ৫০, এবং ‘ডি’ ইউনিটে সব গ্রুপের শিক্ষার্থীদের জন্য ৭ নির্ধারণ করা হয়েছে।

চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় এ বছর আবেদনের যোগ্যতা কমানো হয়েছে, যেন বেশি শিক্ষার্থী আবেদন করতে পারে। প্রতিটি বিভাগে সর্বোচ্চ ১০০ আসন থাকলেও ধীরে ধীরে তা ৮০ তে নামিয়ে আনা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ৯টি কোটা বহাল থাকছে। তবে ‘ওয়ার্ড’ তথা ‘পোষ্য কোটা’ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। বহাল থাকা কোটার মধ্যে রয়েছে—মুক্তিযোদ্ধা সন্তান, বিদেশি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অ-উপজাতি বাঙালি, শারীরিক প্রতিবন্ধী, বিকেএসপির খেলোয়াড়, পেশাদার খেলোয়াড় এবং দলিত জনগোষ্ঠী কোটা।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, আমরা ‘আউটকাম বেজড’ শিক্ষাক্রমের দিকে যাওয়ার পরিকল্পনা করেছি। বিভিন্ন বিভাগ থেকে আসন সংখ্যা কমানোর ব্যাপারে আমরা সুপারিশ পেয়েছি। বর্তমানের তুলনায় আনুমানিক ২০ শতাংশ আসন কমে যাবে এবার। তাই এবার কতটি আসন হবে, সেটা এখনো হিসাব হয়নি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য  কোটা থাকলেও মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য কোনো কোটা নেই। এছাড়া পোষ্য কোটা পুরোপুরি বাতিল করা হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকা থেকে শামীম মাসুদ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত  রোববার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে

বিস্তারিত »

পটিয়ায় অতিরিক্ত খাদ্য মজুদ রেখে জরিমানা গুনলো পাঁচ দোকানি

চট্টগ্রামের পটিয়ায় অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুদ রাখার অপরাধে পাঁচ দোকানিকে এগার হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ মার্চ) পটিয়া পৌরসভার কামাল বাজার এলাকায় মোবাইল কোর্ট

বিস্তারিত »

অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস আর নেই। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার

বিস্তারিত »

চবিতে ভর্তি পরীক্ষা মার্চে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী মার্চ মাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শুরু হবে ভর্তি পরীক্ষা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ডিনস কমিটির সভায়

বিস্তারিত »

শিক্ষক রমা সরকারের বিদায় সংবর্ধনা

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমা সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে অত্র বিদ্যালয়ের আয়োজনে

বিস্তারিত »

চবি ইনোভেশন হাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিনে ভার্চুয়ালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ইনোভেশন হাব’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ অক্টোবর)

বিস্তারিত »

চবি অধ্যাপক রফিকুল আলম আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. এসএম রফিকুল আলম আর নেই। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার

বিস্তারিত »

মোশাররফের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ’র ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চিটাগং

বিস্তারিত »

চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ

বিস্তারিত »