রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র সংকটে পড়েছে এলপি গ্যাসের বাজার। অধিকাংশ খুচরা বিক্রেতার দোকান বন্ধ থাকায় অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, আর কোথাও মিললেও নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পরিবেশক পর্যায়ে সরবরাহ সংকট থাকায় তারা গ্যাস পাচ্ছেন না বা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।
গত রোববার (৪ জানুয়ারি ২০২৬) ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে, একই অবস্থা বিরাজ করছে জেলা ও উপজেলা পর্যায়েও। আবাসিক রান্নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার সংকটে পড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে, যা রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। তবে বাস্তবে এই দামে গ্যাস না পাওয়ায় সাধারণ মানুষ কার্যত বাজারের কাছে ‘জিম্মি‘ হয়ে পড়েছে।




