জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের (কেন্দ্র) চূড়ান্ত ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা।
তবে ভিপি ও এজিএস পদে ছাত্রদল–ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান‘ প্যানেলের প্রার্থীরা পাল্লা দিয়ে এগোচ্ছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের তিনজন সদস্য প্রথমে চারটি বিভাগের এবং দেড় ঘণ্টা পর আরো দুটি বিভাগের ফলাফল ঘোষণা করেন।
ছয় বিভাগের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ৫৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৫২৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা।
এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪১৬ ভোট।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি ৩৬টি বিভাগের ফল গণনা চলছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।








