চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমা সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজওয়ানা নাসরিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মো. নুরুল আলম, প্রাক্তন প্রধান শিক্ষক বাবুল ঘোষ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রোজিনা পারভীন, দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে আবদুল মুবিন, সুমী রানী নাথ, নিলুফা শারমিন, রিনু দেবী, তানজিনা সুলতানা, আইরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মোশারফ হোসেন মিশু প্রমুখ।
বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতার জীবনে তিনি একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। উনার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক ছাত্রছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। উনার শিক্ষা দক্ষতাকে সবাই আজীবন স্মরণ করবে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
শেষে বিদায়ী সহকারী শিক্ষককে ছাত্র-শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী সহকারী শিক্ষক রমা সরকার ১৯৮৭ সালের ৫ অক্টোবর শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০২৩ সালের ৩১ অক্টোবর অবসর গ্রহণ করেন।