আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
আইপিএলের চলতি আসরে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিতে জায়গা না পাওয়ার পর মোস্তাফিজের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল।
তবে পিএসএলে খেলার সিদ্ধান্তে স্পষ্ট, নিজের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতামূলক ধার বজায় রাখতেই এই টুর্নামেন্টকে বেছে নিচ্ছেন বাঁহাতি এই পেসার।
পিএসএল কর্তৃপক্ষের একাধিক দল আগ্রহ দেখালেও কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে মোস্তাফিজ মাঠে নামবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেলেই দ্রুতই চুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা।
দল চূড়ান্ত না হলেও এরইমধ্যে এই তারকা পেসারকে পিএসএলে স্বাগত জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তারা লিখেছে, ‘ ব্যাটাররা সাবধান হও, ফিজ আসছে… মোস্তাফিজুর রহমান এইচবিএল পিএসএল ১১তে যুক্ত হয়েছেন।’







