বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক, ১৪৩২, ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭

মোশাররফের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ’র ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন)।

রোববার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সিইউজেএন সভাপতি হামিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সবু্র শুভ এই দাবি জানান।

বিবৃতিতে সিইউজেএন সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, আমরা জানতে পেরেছি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রেজাউল হকের অনুসারীরাই মোশাররফ শাহ’র ওপর হামলা চালিয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মোশাররফ উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ, ভাঙচুর, প্রধান প্রকৌশলীকে মারধরসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য নিতে যাওয়ার সময়ে হামলার শিকার হয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা এক প্রকার হত্যাচেষ্টা।হামলাকারীরা যে পরিকল্পিতভাবে মোশাররফের ওপর হামলা চালিয়েছে, তা তাঁদের বক্তব্যে পরিষ্কার। ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী তাঁকে (মোশাররফকে) প্রথমে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ছাত্রলীগ নিয়ে কেনো প্রতিবেদন তৈরি করেছেন, তা জানতে চান। কয়েকজন তাঁর কপালে, মুখে কিলঘুষি দেন। তাঁর বুকে লাথি দেন। হাতেও আঘাত করেন। এমন কি পরবর্তীতে আর ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন। তাঁরা বলেন, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’

হামলায় মোশাররফ গুরুতর আহত হয়েছেন জানিয়ে সিইউজেএন সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, হামলায় বুক ও হাত ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন মোশাররফ। যার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সিইউজেএন নেতৃবৃন্দ বলেন, একজন সংবাদকর্মীকে প্রকাশ্যে হামলা চালিয়ে রক্তাত্ত করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয়নি। এ থেকেই বোঝা যায় হামলাকারীদের তারা লালন করে।

কিছুদিন পর পর বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীদের হামলার শিকার হওয়ার ঘটনা তুলে ধরে সিইউজেনএন সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে সাম্প্রতিককালে ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ধারাবাহিকভাবে হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ক্ষমতার অপব্যবহার, হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াসের অব্যাহত প্রবণতা। আর এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালেও বাস্তবে তা বিচার পর্যন্ত গড়ায় না। ফলে হামলাকারীরাও সংবাদকর্মীদের মারধর-লাঞ্ছিত করতে দ্বিধা করেন না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম ঢাকতে হামলাকারীদের বিচার করে না বলে দাবি করেন সিইউজেএন নেতৃবৃন্দ। তাঁরা বলেন, সাম্প্রতিককালে চবিসাস সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সমকাল প্রতিনিধি মারজান আক্তার এবং অনলাইন পোর্টাল ঢাকা স্টেটের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দোস্ত মোহাম্মদকে মারধর-লাঞ্ছিত করে ছাত্রলীগ নামধারীরা। সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইউজেএনের নেতৃবৃন্দ। ওই সময় উপাচার্য হামলাকারীদের দ্রুত বিচারের আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল, বিচারের নামে প্রহসন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কয়েকজনকে লোকদেখানো শাস্তি দেওয়া হলেও, তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে হামলাকারীরা আবারও বীরদর্পে ক্যাম্পাসে দাপিয়ে বেড়ায়, আবারও কোনো সংবাদকর্মীকে টার্গেট করে।

সিইউজেএন সভাপতি-সাধারণ সম্পাদক মোশাররফের ওপর হামলাকারীদের কঠোর শাস্তির মুখোমুখী করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তাঁরা বলেন, এবার যদি হামলাকারীদের কঠোর বিচার না করা হয় তাহলে ধরে নেব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের নামধারী এসব দুষ্কৃতকারীর হাতের পুতুল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের দাবি জানালো বাংলাদেশ

জেনেভায় গৃহীত ‘জেনেভা কনসেন্সাস’ এর মধ্য দিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের ১৬তম মন্ত্রীপর্যায়ের শীর্ষ অধিবেশন (আঙ্কটাড ১৬) সফলভাবে সমাপ্ত হয়েছে। ২০-২৩ অক্টোবর অনুষ্ঠিত

বিস্তারিত »

থাইল্যান্ডের রানি মা সিরিকিত মারা গেছেন

  থাইল্যান্ডের রানি মা সিরিকিত থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের রাজা

বিস্তারিত »

মির্জা ফখরুল : বিএনপি সব জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রেইনবো নেশন’ গড়ে তুলবে

ক্ষমতায় গেলে বিএনপি সব জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রেইনবো নেশন’ গড়ে তুলবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকায় ক্ষুদ্র

বিস্তারিত »

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকা থেকে শামীম মাসুদ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত  রোববার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে

বিস্তারিত »

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »