বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ, ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মোশাররফের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ’র ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন)।

রোববার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সিইউজেএন সভাপতি হামিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সবু্র শুভ এই দাবি জানান।

বিবৃতিতে সিইউজেএন সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, আমরা জানতে পেরেছি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রেজাউল হকের অনুসারীরাই মোশাররফ শাহ’র ওপর হামলা চালিয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মোশাররফ উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ, ভাঙচুর, প্রধান প্রকৌশলীকে মারধরসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য নিতে যাওয়ার সময়ে হামলার শিকার হয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা এক প্রকার হত্যাচেষ্টা।হামলাকারীরা যে পরিকল্পিতভাবে মোশাররফের ওপর হামলা চালিয়েছে, তা তাঁদের বক্তব্যে পরিষ্কার। ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী তাঁকে (মোশাররফকে) প্রথমে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ছাত্রলীগ নিয়ে কেনো প্রতিবেদন তৈরি করেছেন, তা জানতে চান। কয়েকজন তাঁর কপালে, মুখে কিলঘুষি দেন। তাঁর বুকে লাথি দেন। হাতেও আঘাত করেন। এমন কি পরবর্তীতে আর ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন। তাঁরা বলেন, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’

হামলায় মোশাররফ গুরুতর আহত হয়েছেন জানিয়ে সিইউজেএন সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, হামলায় বুক ও হাত ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন মোশাররফ। যার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সিইউজেএন নেতৃবৃন্দ বলেন, একজন সংবাদকর্মীকে প্রকাশ্যে হামলা চালিয়ে রক্তাত্ত করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয়নি। এ থেকেই বোঝা যায় হামলাকারীদের তারা লালন করে।

কিছুদিন পর পর বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীদের হামলার শিকার হওয়ার ঘটনা তুলে ধরে সিইউজেনএন সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে সাম্প্রতিককালে ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ধারাবাহিকভাবে হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ক্ষমতার অপব্যবহার, হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াসের অব্যাহত প্রবণতা। আর এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালেও বাস্তবে তা বিচার পর্যন্ত গড়ায় না। ফলে হামলাকারীরাও সংবাদকর্মীদের মারধর-লাঞ্ছিত করতে দ্বিধা করেন না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম ঢাকতে হামলাকারীদের বিচার করে না বলে দাবি করেন সিইউজেএন নেতৃবৃন্দ। তাঁরা বলেন, সাম্প্রতিককালে চবিসাস সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সমকাল প্রতিনিধি মারজান আক্তার এবং অনলাইন পোর্টাল ঢাকা স্টেটের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দোস্ত মোহাম্মদকে মারধর-লাঞ্ছিত করে ছাত্রলীগ নামধারীরা। সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইউজেএনের নেতৃবৃন্দ। ওই সময় উপাচার্য হামলাকারীদের দ্রুত বিচারের আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল, বিচারের নামে প্রহসন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কয়েকজনকে লোকদেখানো শাস্তি দেওয়া হলেও, তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে হামলাকারীরা আবারও বীরদর্পে ক্যাম্পাসে দাপিয়ে বেড়ায়, আবারও কোনো সংবাদকর্মীকে টার্গেট করে।

সিইউজেএন সভাপতি-সাধারণ সম্পাদক মোশাররফের ওপর হামলাকারীদের কঠোর শাস্তির মুখোমুখী করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তাঁরা বলেন, এবার যদি হামলাকারীদের কঠোর বিচার না করা হয় তাহলে ধরে নেব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের নামধারী এসব দুষ্কৃতকারীর হাতের পুতুল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দেশের ৩৩৮ থানার ওসি বদলি, ইসির অনুমোদন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ইসি সূত্রে

বিস্তারিত »

ইউক্রেনের সাবেক এমপিকে গুলি করে হত্যা

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক রুশপন্থি সদস্য ইলিয়া কিভাকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) ইলিয়া কিভাকে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭

বিস্তারিত »

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার টিটিতে সেলিম চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার টেবিল টেনিস (টিটি) পঞ্চাশোর্ধ এককে সুলতান মাহমুদ সেলিম চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্যদিয়ে

বিস্তারিত »

চন্দনাইশে ১৫ হাজার ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাদক বহনে জড়িত থাকার দায়ে মো. খালেদ মোশারাফ (৪৩) ও মোহাম্মদ

বিস্তারিত »

বুশরার সঙ্গে ইমরান খানের অবৈধ সম্পর্ক ছিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের (৭১) স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার এক কর্মচারী দাবি করেছেন বুশরার সঙ্গে ইমরান খানের অবৈধ সম্পর্ক ছিল।

বিস্তারিত »

বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার দিবসে বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে। জননস্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে

বিস্তারিত »

পটিয়ায় নৌকার পক্ষে ইউপি চেয়ারম্যানরা ঐক্যবদ্ধ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত

বিস্তারিত »

পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চট্টগ্রামের মিরসরাইয়ে আসামী বহনকারী পুলিশের একটি মাইক্রো বাসের ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী

বিস্তারিত »

দীঘিনালায় দুই ইটভাটায় অভিযান, জরিমানা আদায়

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দু্ই ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার(৬ ডিসেম্বর) সকালে এ অভিযান

বিস্তারিত »