চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী মার্চ মাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শুরু হবে ভর্তি পরীক্ষা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, প্রতিবারের মত এবারও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে নেওয়া হবে ভর্তি পরীক্ষা। এর মধ্যে ২ মার্চ বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিট, ৮ মার্চ কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি’ ইউনিট, ৯ মার্চ ব্যবসায় প্রশাসন অনুষদের ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ সমাজবিজ্ঞান অনুষদের সকল বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা ও মনোবিজ্ঞান বিভাগ এবং ব্যবসা প্রশাসন অনুষদের সকল বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার মাঝখানে ৩ ও ৪ মার্চ ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
ভর্তিচ্ছুরা ৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ সময় ২০ জানুয়ারি। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা যায় কিনা, সে ব্যাপারেও আলোচনা হয়েছে ডিনস কমিটির সভায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।