বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় চট্টগ্রাম। ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের জুটিতে আসে ৩৫ রান।
নাঈম ১৫ বলে ১৮ রান করে ফিরলেও রসিংটনের সঙ্গে তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয় আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেন।
পাওয়ারপ্লেতে ৬ ওভারে এক উইকেটে ৬০ রান তোলে চট্টগ্রাম। জয় মাত্র ২১ বলে ৪৪ রানের ঝলমলে ইনিংস খেললেও ফিফটির আগে থামেন। রসিংটনও অল্পের জন্য ফিফটি মিস করে ৩৮ বলে ৪৯ রান করেন।
এরপর নওয়াজ ২৫, আসিফ আলী ১৩ রান যোগ করেন।
শেষ দিকে অধিনায়ক শেখ মাহেদী হাসানের ব্যাটে বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান তোলে রয়্যালস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে সিলেট টাইটান্স।
মাত্র ৪ রানে পারভেজ হোসেন ইমনকে হারায় তারা। আফিফ হোসেন ধ্রুব ও তাওফিক খান কিছুটা লড়াই গড়ে তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে ৫০ রান তোলে সিলেট।
আফিফ একপ্রান্ত আগলে রেখে ৩৩ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে অন্য প্রান্তে মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই ও ইথান ব্রুকসরা বড় অবদান রাখতে পারেননি।
শেষ দিকে খালেদ আহমেদের ৯ বলে ২৫ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচে নাটকীয়তা তৈরি হয়। শেষ ওভারে সমীকরণ নেমে আসে হাতের মুঠোয়, তবে তানভীর ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৪ রানের জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।
চট্টগ্রামের হয়ে আমের জামাল নেন ৪ উইকেট। শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।







