চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. এসএম রফিকুল আলম আর নেই।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগের দিন রোববার (১ অক্টোবর)আরবি বিভাগের পরীক্ষার ডিউটি শেষে বাসা যাওয়ার পর রাতেই স্ট্রোক করেন তিনি।
অধ্যাপক ড. এস এম রফিকুল আলম চট্টগ্রামের বাঁশখালীর শিলকূপের মরহুম মকবুল আহমদ ও জান্নাত খাতুন এর সন্তান। ১৯৯৭ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
জানা গেছে, স্ট্রোক করার পর তাকে চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হলে পথেই তিনি মারা যান।
মৃত্যুকালীন তিনি স্ত্রী ও চার ছেলে সন্তান রেখে যান।