বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বনাঞ্চলের মাটি কেটে অনত্র বিক্রি ও পুকুর খনন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) উপকূলে বালি উত্তোলনের অভিযোগে ৫ জনকে বিভিন্নœ মেয়াদে বিনাশ্রম কারাদ- ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ এপ্রিল) মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অন্তর্গত নিলক্ষীরচর নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিলক্ষীরচর এলাকায় বনাঞ্চলে এক্সকেভেটর এর সাহায্যে মাটি কাটার সময় হাতেনাতে বিমল চন্দ্র দাশ নামক একজনকে আটক করা হয়। এসময় আটককৃত বিমল চন্দ্র দাশ কে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেজা উপকূলে ১০০ মিটারের মধ্যে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলনের সময় নাছির শেখ (৪২), মো. আব্দুল হক (৪৩), মো. রিয়াদ হোসেন (২০) এবং মো. আরিফ (২১) কে হাতেনাতে আটক করা হয়। এসময় আটককৃত নাছির শেখ কে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও এক লাখ টাকা জরিমানা, মো. আব্দুল হককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা, মো. রিয়াদ হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদ- এবং মো. আরিফকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযান পরিচালনায় কোস্ট গার্ড এবং আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, অর্থনৈতিক অঞ্চলের বনাঞ্চলের ভেতর অবৈধ ভাবে মাটি কেটে অনত্র বিক্রি ও বেজা উপকূলে ১০০ মিটারের মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলনের অভিযোগে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।