চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জুয়েল (৩০) নামে এক সৌদি প্রবাসী। বুধবার (১০ জুলাই) বিকেল ৩ টার দিকে পৌরসদের এলাকার বাসস্ট্যান্ডে গাড়ি চাপায় প্রাণ হারান তিনি।
নিহত জুয়েল উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের বাসিন্দা মো. শাহাজানের ছেলে।
জানা গেছে, সৌদি আরব প্রবাসী জুয়েলের সাথে একই এলাকার একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। আগামী ২৪ জুলাই বিয়ের তারিখও নির্ধারণ হয়। এ উপলক্ষে চলছিল বৌকে ঘরে তোলার ব্যাপক ধুম ধাম প্রস্তুতি। গত ৪দিন আগে দেশে ফিরেন জুয়েল। শুরু করেন বিয়ার কেনাকাটা। আজ বুধবার বিয়ের কেনাকাটা করতে সীতাকুণ্ড পৌরসদরে আসেন তিনি। কেনাকাটা শেষে বিকেল ৩ টার দিকে বাড়ি চলে আসার জন্য পৌর সদর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন। এমন সময় তাকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। বিয়েবাড়ি পরিণত হয় বিষাদে। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান মো. রেহান উদ্দিন রেহান জানান, বিয়ে করতে দেশে আসে প্রবাসী যুবক জুয়েল। আকদ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘরে তোলার আয়োজনও চলছিল ধুমধামে। কিন্তু সর্বনাশা গাড়ি পরিবারটির সব আনন্দ কেড়ে নিল। খবর পেয়ে আমি দ্রুত ওই বাড়িতে যাই। শোক জানাবার ভাষা নাই। শোকের মাতম চলছে এলাকাজুড়ে।