চট্টগ্রামের দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত তেলবাহী ট্রেনের বগিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে সাইমন নামে ১০ বছরের এক মাদরাসা ছাত্রের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (০৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সাইমন দোহাজারী পৌরসভার ঈদপুকুরিয়া গ্রামের প্রবাসী সাইফুল আলমের ছেলে ও দোহাজারী কাছেমুল উলুম মাদরাসার ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, বিকেলে তেলবাহী ট্রেনটি দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছালে এক শিশু লাফ দিয়ে বগিতে ওঠার চেষ্টা করে । এ সময় শিশুটি বগির ফাঁকে পড়ে গেলে তেলবাহী বগির চাকায় তার একটি পা বিচ্ছিন্ন হয়।
এর পর তাকে উদ্ধার করে তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।