চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডাম্পার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মিলিটারি পুল মোস্তফা সিটি কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।
নিহতরা হলেন— বোয়ালখালী উপজেলার আহল্লা ইউনিয়নের শেখ পাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোহাম্মদ আনোয়ার (৩৬), পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রুমি আক্তার (৩২), একই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার (৩৩) ও তার ছেলে ফাহিম (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্পার ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী অটোরিকশাটি পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে কালুরঘাটের দিকে আসছিল। মিলিটারি পুলে ওঠার আগে মোস্তফা সিটি কারখানা এলাকায় ডাম্পার ট্রাকটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।
তথ্যটি নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, ‘দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি থেকে স্থানীয়দের সহায়তায় এক নারী ও শিশুর লাশ উদ্ধার করে পটিয়া হাসপাতালে রাখা হয়েছে। পরে তাদের স্বজনরা এলে তাদের কাছে হস্তান্তর করা হয়।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এক শিশু ও এক নারী মারা গেছেন। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালকসহ আরও একজন মারা যায়। আহত অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।