চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের কাটিরহাট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ফটিকছড়ির এক স্কুল শিক্ষক মারা গেছেন। বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. জাফর ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামের নতুন পাড়া এলাকার বাহারুল আলমের ছেলে। তিনি উপজেলার পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ের থানার সেকেন্ড অফিসার মো. আনিসুর রহমান জানান, চট্টগ্রাম নগরে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে অটোরিকশাযোগে ফটিকছড়ির নিজ বাড়িতে ফিরছিলেন স্কুল শিক্ষক মো. জাফর। রাত সাড়ে ১২টার দিকে কাটিরহাট এলাকায় পৌঁছালে অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নষ্ট ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মো. জাফর নামে এক ব্যক্তি মারা যায়। আহত হন তার স্ত্রী। ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।