রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ, ১৪৩২, ১ জমাদিউস সানি, ১৪৪৭

ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড

ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড

মুক্তি৭১ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড। মনে করা হচ্ছে শুল্ক সংক্রান্ত যে হুমকি তিনি দিয়েছেন তা কেবলই ফাঁকা আওয়াজ! গত সোমবার ট্রাম্প হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। গাজার যুদ্ধে শান্তি আনার জন্য তার পরিকল্পনা মানাতে চেষ্টার অংশ হিসেবে। একই দিনে তিনি কংগ্রেসের শীর্ষ চার নেতার সঙ্গেও বৈঠক করেন, সরকারের বাজেট অনুমোদন ও ৩০ সেপ্টেম্বরের আগে শাটডাউন রোধ করার জন্য।

তবে সকালে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপ করার হুমকি দেন।

প্রেসিডেন্ট লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র নির্মাণ ব্যবসা চুরি করে নিচ্ছে অন্যান্য দেশ। এখানে তারা সিনেমা করছে। কিন্তু শুল্ক পরিশোধ করছে না ঠিকমতো। এই চুরিটা একদম শিশুর কাছ থেকে মিষ্টি চুরি করার মতো।’

তিনি আরও উল্লেখ করেন, বিদেশে নির্মিত এবং বিদেশি সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

স্টুডিও ও স্ট্রিমিং কোম্পানিগুলো এই হুমকিতে বিস্মিত হয়। তবে ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড। গত মে মাসেও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তখন এক স্টুডিও নির্বাহী বলেছিলেন, ‘তিনি প্রেসিডেন্ট, তাই তাকে সিরিয়াসলি নিতে হয়। কিন্তু অধিকাংশ মানুষ তার কথায় বিভ্রান্ত। তিনি বলেন বেশি। সেগুলো কার্যত বাতাসে উড়ে বেড়ানো ফাঁকা আওয়াজ।’

মোশন পিকচার অ্যাসোসিয়েশনও কোনো মন্তব্য করেনি এই হুমকি নিয়ে। তবে সূত্র বলছে, মঙ্গলবার বোর্ড বৈঠক পূর্বেই নির্ধারিত ছিল। বোর্ডের সদস্য ও বিনোদন নেতারা, যেমন ডিজনির অ্যালান বার্গম্যান, অ্যামাজন এমজিএমের মাইক হপকিন্স এবং এনবিসি ইউনিভার্সালের ডোনা ল্যাংলি, শুল্ক বিষয়ক আলোচনা করবেন।

বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণ সম্প্রদায় ট্রাম্পের নতুন হুমকির প্রতিক্রিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা চিন্তিত, বিভ্রান্ত দাবি করে ট্রাম্পকে উদাসীন ও কিছু ক্ষেত্রে তিরস্কারও করেছে। তারা মনে করছেন, গেলবারের মতো, এবারও স্পষ্ট নয় ট্রাম্প কেন এই ঘোষণা দিলেন। তার পূর্বের ঘোষণা যেটি সোশ্যাল মিডিয়ায় করা হয়েছিল সেটি বাস্তবায়নের কোনো নীতি কার্যকর হয়নি।

বিনোদন আইনজীবী স্টিফেন ওয়াইজেনেকার বলেন, ‘এটি দ্বিতীয়বার যখন তিনি হুমকি দিয়েছেন। মনে হচ্ছে তিনি কিছু পরিকল্পনা করছেন। কিন্তু সেটা কার্যকর হওয়ার চান্স নেই বলা যায়।’

ব্রিটিশ প্রযোজক ফিল হান্ট বলেন, ‘এটা আবার আরেকটি ফাঁকা আওয়াজ। তিনি চলচ্চিত্রকে একটি বৈশ্বিক ব্যবসা হিসেবে বোঝেন না।’

প্রযোজক চর্বসিল জিলিবার্ট বলেন, সম্ভাব্য শুল্ক আর্টহাউস চলচ্চিত্রকে আরও ক্ষতিগ্রস্ত করবে। কারণ উচ্চ খরচের কারণে যুক্তরাষ্ট্রে কিছু স্বাধীন চলচ্চিত্র তৈরি করা সম্ভব নয়।

নিউ ইয়র্ক ভিত্তিক প্রযোজক জোশুয়া অ্যাস্ট্রাচান বলেন, ‘যদি প্রেসিডেন্ট সত্যিই মার্কিন চলচ্চিত্র শিল্পকে সাহায্য করতে চান তবে কংগ্রেসের সঙ্গে কাজ করে এমন জাতীয় প্রোগ্রাম তৈরি করা উচিত যা ইউরোপ ও বিশ্বের অন্যান্য স্থানের প্রণোদনার সমান।’

কয়েকজন শিল্পী এবং প্রযোজক বলেন, ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হওয়ার আগে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

উত্তর আয়রল্যান্ডের প্রযোজক ট্রেভর বার্নি বলেন, ‘আবারও তিনি কথা বললেন এবং সবাই মজা পাচ্ছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মুগ্ধ আফজাল রুনার লায়লার গানে 

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের সমাপ্তি হয়েছে জনপ্রিয় সুফি সংগীত ‘মাস্ত কালান্দার’ দিয়ে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গত ১৭ নভেম্বর তার জন্মদিনের আগেই

বিস্তারিত »

বজরঙ্গি ভাইজান’র  ‘মুন্নি’ ১০ বছর পর সুখবর দিলেন

‘বজরঙ্গি ভাইজান’র সেই নির্বাক ছোট্ট মুন্নিকে কি ভুলে থাকা যায়? সালমান খানের সঙ্গে অভিনয় করে যে মেয়েটি হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেই হর্ষালি মালহোত্রা প্রায়

বিস্তারিত »

গায়ের রং কালো বলে কটাক্ষ সুন্দরীর কড়া জবাব

থাইল্যান্ডে অনুষ্ঠিত এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছেন রোমা রিয়াজ। সম্প্রতি তার শরীরের রঙ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের নেটিজেনরা নানা কটাক্ষ করে

বিস্তারিত »

কবরীর শেষ সিনেমা মুক্তির নতুন পরিকল্পনা

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী নির্মাণ শুরু করেছিলেন ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমার কাজ। মাত্র দুই দিনের শুটিং বাকি ছিল সিনেমাটির। তার আগেই

বিস্তারিত »

বাবার কারণে লজ্জায় স্কুল যাচ্ছে না ইমরান হাশমির ছেলে!

বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিরতি ভেঙে ফিরেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার ছোট ক্যামিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু এই জনপ্রিয়তা যে

বিস্তারিত »

শান্তিপূর্ণ জীবন চাই: আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে মানুষের ভণ্ডামি থেকে মুক্তি চান বলে জানান তিনি। গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্ট দিয়ে

বিস্তারিত »

দম-এ মেহজাবীন

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

দোষ দেখিনি সামিরার ডন

বাংলা সিনেমার চিরচেনা মুখ সালমান শাহ- যার অকালমৃত্যু এখনো রহস্যে ঘেরা। মৃত্যুর প্রায় তিন দশক পরও এই নায়কের অপমৃত্যু মামলা ফের আলোচনায়। আত্মহত্যা না হত্যা-

বিস্তারিত »