মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ, ১৪৩২, ৩ জমাদিউস সানি, ১৪৪৭

তারকারা বিয়ের আসরে নেচে কত টাকা পান

মুক্তি৭১ ডেস্ক

ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেখানকার বিভিন্ন মুহূর্ত সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট।

অভিনেতা রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর অনেকেই বিয়েতে নেচেছেন। তবে এই প্রথম নয়। প্রায়ই ‘হাই প্রোফাইল’ বিয়েতে নাচেন বলিউড তারকারা। এতে কে কত পারিশ্রমিক পান?

অনন্ত অম্বানীর বিয়েতেও নাচতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি। শোনা যায়, ১ কোটি বা তার কিছু বেশি পারিশ্রমিক নেন তিনি।

আলিয়া ভাটও একসময় নাচতেন বিয়ের অনুষ্ঠানে। তবে বিয়ের পরে সেভাবে তাকে দেখা যায় না। যদিও অনন্ত অম্বানীর বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচেছিলেন। বিয়ের আসরে নেচে এই নায়িকা দেড় কোটি টাকা নেন বলে শোনা যায়।

বিয়ের অনুষ্ঠান সালমান খান নেচে মাতিয়ে রাখেন। তার উপস্থিতিই পুরো পরিবেশ বদলে দিতে পারে। বিয়ের আসরে নেচে তিনি নাকি ২ কোটি টাকা নেন। বলিউডের সিনেমাতে নিজের পছন্দমতো নাচ কোরিয়োগ্রাফি করে নেন তিনি। বেশি জটিলতা পছন্দ নয় তার। তবে সেই নাচেই নাকি বাজিমাত করেন ভাইজান।

একসময় বিয়ের অনুষ্ঠানে নাচতে চাইতেন না রণবীর কাপুর। তবে নিজেই সেই ছক ভাঙেন। বিয়েতে নেচে ২ কোটি টাকা পারিশ্রমিক নেন এই তারকা।

বলিউডের সিনেমাতে দীপিকা পাড়ুকোনের নাচ মুগ্ধ করে। সেই দীপিকা বিয়ের আসরে নেচে ১ কোটি টাকা পারিশ্রমিক পান।

ভিকি কৌশলও বিয়ের আসরে নেচে ১ কোটি টাকা নেন। তবে ভিকি-ঘরনি অর্থাৎ ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক অনেকটাই বেশি। বলিউডের ‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কমলি’সহ বেশ কিছু জনপ্রিয় নাচের গান রয়েছে। তাই বিয়ের আসরও যে তিনি মুহূর্তে মাতিয়ে দেন। ৩.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন ক্যাটরিনা।

বলিউড বাদশা শাহরুখ খানও বিয়ের আসরে নেচেছেন। এই সুপারস্টার ৩ কোটি এবং অক্ষয় কুমার ২.৫ কোটি টাকা নেন বলে শোনা যায়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

গাইলেন বাপ্পা-কোনাল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা-তহবিল সংগ্রহে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। গত ২১ নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উৎস

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »

মুগ্ধ আফজাল রুনার লায়লার গানে 

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের সমাপ্তি হয়েছে জনপ্রিয় সুফি সংগীত ‘মাস্ত কালান্দার’ দিয়ে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গত ১৭ নভেম্বর তার জন্মদিনের আগেই

বিস্তারিত »

বজরঙ্গি ভাইজান’র  ‘মুন্নি’ ১০ বছর পর সুখবর দিলেন

‘বজরঙ্গি ভাইজান’র সেই নির্বাক ছোট্ট মুন্নিকে কি ভুলে থাকা যায়? সালমান খানের সঙ্গে অভিনয় করে যে মেয়েটি হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেই হর্ষালি মালহোত্রা প্রায়

বিস্তারিত »

গায়ের রং কালো বলে কটাক্ষ সুন্দরীর কড়া জবাব

থাইল্যান্ডে অনুষ্ঠিত এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছেন রোমা রিয়াজ। সম্প্রতি তার শরীরের রঙ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের নেটিজেনরা নানা কটাক্ষ করে

বিস্তারিত »

কবরীর শেষ সিনেমা মুক্তির নতুন পরিকল্পনা

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী নির্মাণ শুরু করেছিলেন ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমার কাজ। মাত্র দুই দিনের শুটিং বাকি ছিল সিনেমাটির। তার আগেই

বিস্তারিত »

বাবার কারণে লজ্জায় স্কুল যাচ্ছে না ইমরান হাশমির ছেলে!

বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিরতি ভেঙে ফিরেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার ছোট ক্যামিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু এই জনপ্রিয়তা যে

বিস্তারিত »

শান্তিপূর্ণ জীবন চাই: আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে মানুষের ভণ্ডামি থেকে মুক্তি চান বলে জানান তিনি। গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্ট দিয়ে

বিস্তারিত »