বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ, ১৪৩২, ১৮ রজব, ১৪৪৭

মুগ্ধ আফজাল রুনার লায়লার গানে 

মুক্তি৭১ ডেস্ক

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের সমাপ্তি হয়েছে জনপ্রিয় সুফি সংগীত ‘মাস্ত কালান্দার’ দিয়ে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গত ১৭ নভেম্বর তার জন্মদিনের আগেই প্রকাশিত হয় গানটি। প্রকাশের পর থেকেই গানটি সংগীতপ্রেমীদের মন যেমন জয় করেছে, তেমনি মুগ্ধ করেছে বিনোদন অঙ্গনের তারকাদেরও। তাদের মধ্যে অন্যতম অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আফজাল হোসেন লিখেছেন, কোক স্টুডিও বাংলায় মাস্ত কালান্দার শুনে তার সকালটা আরও সুন্দর হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, আমরা প্রতিদিন অনেক অপ্রয়োজনীয় চিন্তায় নিজেকে জড়িয়ে রাখি, অথচ জীবনের প্রকৃত অর্থ, প্রেরণা ও সঠিক দিশা খুঁজে পেতে সময় দিই না। নাট্যাচার্য সেলিম আল দীনের সংলাপ টেনে তিনি লিখেছেন, ‘বেঁচে থাকাটা বড় কথা নয়, কিভাবে বেঁচে আছি সেটাই বড়।’

সৃজনশীল মানুষের অবদান নিয়ে আফজাল হোসেনের মন্তব্য-সমাজে তাদের মূল্যায়ন সবসময় হয় না, তবু তারা নিবেড় মনোযোগে নিজের কাজে লেগে থাকেন। চিত্রকর ছবি আঁকেন, লেখক লেখেন, কণ্ঠশিল্পী গান গেয়ে নিজের আনন্দ খুঁজে পান-এই নিবেদনই সমাজকে এগিয়ে নেওয়ার নীরব শক্তি।

রুনা লায়লার শিল্পীসত্তা নিয়েও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। লিখেছেন, উপমহাদেশজুড়ে তার জনপ্রিয়তা-পাকিস্তান, ভারতসহ সব দেশের শ্রোতার কাছেই তিনি সমানভাবে সম্মানিত। তার মতো শিল্পী থাকলে একটি দেশ আলো ছড়ায় বলেও মন্তব্য করেন আফজাল হোসেন।

রুনা লায়লাও গানটি প্রকাশের পর জানিয়েছেন তার অনুভূতি। বলেন, ‘এই গান সবসময় আমার হৃদয়ের খুব কাছে। তরুণ শিল্পীদের সঙ্গে আবার নতুনভাবে গানটি গাইতে পেরে আনন্দিত। প্রজন্ম থেকে প্রজন্মে গানটির ফিরে আসা আমাকে খুব খুশি করেছে।’

সমাজের বিভাজন, অসংলগ্নতা নিয়েও নিজের পোস্টে আক্ষেপ করেছেন আফজাল হোসেন। বলেন, আমরা দেশপ্রেমের কথা বলি, অথচ প্রায়ই নানা বিভাজন ও ক্ষতিকর চিন্তায় জড়াই। এমন প্রেক্ষাপটেও মাস্ত কালান্দার তাকে এনে দিয়েছে নতুন আলো, আনন্দ ও প্রাণের উষ্ণতা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

অস্ট্রেলীয় হাইকমিশনার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি মঙ্গলবার সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে

বিস্তারিত »

ড. কামাল হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, গণফোরামের প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

মুখ খুললেন গোবিন্দর

২০২৪ সালের অক্টোবরে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিতে আসার আগে পায়ে গুলিবিদ্ধ হন বলিউড অভিনেতা গোবিন্দ। সে সময় শোনা যায়, নিজের লাইসেন্স করা বন্দুক থেকে

বিস্তারিত »

তারকারা বিয়ের আসরে নেচে কত টাকা পান

ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেখানকার বিভিন্ন মুহূর্ত সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট। অভিনেতা রণবীর

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

গাইলেন বাপ্পা-কোনাল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা-তহবিল সংগ্রহে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। গত ২১ নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উৎস

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »