বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২, ১৬ রবিউস সানি, ১৪৪৭

ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড

ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড

মুক্তি৭১ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড। মনে করা হচ্ছে শুল্ক সংক্রান্ত যে হুমকি তিনি দিয়েছেন তা কেবলই ফাঁকা আওয়াজ! গত সোমবার ট্রাম্প হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। গাজার যুদ্ধে শান্তি আনার জন্য তার পরিকল্পনা মানাতে চেষ্টার অংশ হিসেবে। একই দিনে তিনি কংগ্রেসের শীর্ষ চার নেতার সঙ্গেও বৈঠক করেন, সরকারের বাজেট অনুমোদন ও ৩০ সেপ্টেম্বরের আগে শাটডাউন রোধ করার জন্য।

তবে সকালে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপ করার হুমকি দেন।

প্রেসিডেন্ট লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র নির্মাণ ব্যবসা চুরি করে নিচ্ছে অন্যান্য দেশ। এখানে তারা সিনেমা করছে। কিন্তু শুল্ক পরিশোধ করছে না ঠিকমতো। এই চুরিটা একদম শিশুর কাছ থেকে মিষ্টি চুরি করার মতো।’

তিনি আরও উল্লেখ করেন, বিদেশে নির্মিত এবং বিদেশি সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

স্টুডিও ও স্ট্রিমিং কোম্পানিগুলো এই হুমকিতে বিস্মিত হয়। তবে ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড। গত মে মাসেও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তখন এক স্টুডিও নির্বাহী বলেছিলেন, ‘তিনি প্রেসিডেন্ট, তাই তাকে সিরিয়াসলি নিতে হয়। কিন্তু অধিকাংশ মানুষ তার কথায় বিভ্রান্ত। তিনি বলেন বেশি। সেগুলো কার্যত বাতাসে উড়ে বেড়ানো ফাঁকা আওয়াজ।’

মোশন পিকচার অ্যাসোসিয়েশনও কোনো মন্তব্য করেনি এই হুমকি নিয়ে। তবে সূত্র বলছে, মঙ্গলবার বোর্ড বৈঠক পূর্বেই নির্ধারিত ছিল। বোর্ডের সদস্য ও বিনোদন নেতারা, যেমন ডিজনির অ্যালান বার্গম্যান, অ্যামাজন এমজিএমের মাইক হপকিন্স এবং এনবিসি ইউনিভার্সালের ডোনা ল্যাংলি, শুল্ক বিষয়ক আলোচনা করবেন।

বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণ সম্প্রদায় ট্রাম্পের নতুন হুমকির প্রতিক্রিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা চিন্তিত, বিভ্রান্ত দাবি করে ট্রাম্পকে উদাসীন ও কিছু ক্ষেত্রে তিরস্কারও করেছে। তারা মনে করছেন, গেলবারের মতো, এবারও স্পষ্ট নয় ট্রাম্প কেন এই ঘোষণা দিলেন। তার পূর্বের ঘোষণা যেটি সোশ্যাল মিডিয়ায় করা হয়েছিল সেটি বাস্তবায়নের কোনো নীতি কার্যকর হয়নি।

বিনোদন আইনজীবী স্টিফেন ওয়াইজেনেকার বলেন, ‘এটি দ্বিতীয়বার যখন তিনি হুমকি দিয়েছেন। মনে হচ্ছে তিনি কিছু পরিকল্পনা করছেন। কিন্তু সেটা কার্যকর হওয়ার চান্স নেই বলা যায়।’

ব্রিটিশ প্রযোজক ফিল হান্ট বলেন, ‘এটা আবার আরেকটি ফাঁকা আওয়াজ। তিনি চলচ্চিত্রকে একটি বৈশ্বিক ব্যবসা হিসেবে বোঝেন না।’

প্রযোজক চর্বসিল জিলিবার্ট বলেন, সম্ভাব্য শুল্ক আর্টহাউস চলচ্চিত্রকে আরও ক্ষতিগ্রস্ত করবে। কারণ উচ্চ খরচের কারণে যুক্তরাষ্ট্রে কিছু স্বাধীন চলচ্চিত্র তৈরি করা সম্ভব নয়।

নিউ ইয়র্ক ভিত্তিক প্রযোজক জোশুয়া অ্যাস্ট্রাচান বলেন, ‘যদি প্রেসিডেন্ট সত্যিই মার্কিন চলচ্চিত্র শিল্পকে সাহায্য করতে চান তবে কংগ্রেসের সঙ্গে কাজ করে এমন জাতীয় প্রোগ্রাম তৈরি করা উচিত যা ইউরোপ ও বিশ্বের অন্যান্য স্থানের প্রণোদনার সমান।’

কয়েকজন শিল্পী এবং প্রযোজক বলেন, ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হওয়ার আগে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

উত্তর আয়রল্যান্ডের প্রযোজক ট্রেভর বার্নি বলেন, ‘আবারও তিনি কথা বললেন এবং সবাই মজা পাচ্ছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

দুই মাস আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এই মামলাটি চলছে তদন্তও। এর

বিস্তারিত »

একমঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের আলী আজমত

গত সপ্তাহে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে বাতিল হয়ে গেছে নগর বাউল জেমসের কনসার্ট। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। এই আলোচনার মধ্যে

বিস্তারিত »

রিয়াদে এসে আমি মুগ্ধ: জেমস রিয়াদে মঞ্চ মাতালেন জেমস। ছবি: ডিএইচ বাদল রিয়াদ থেকে: সৌদি প্রবাসীদের গানে গানে মাতালেন নগরবাউল জেমস। তার গান উপভোগ করতে

বিস্তারিত »

কোপার ফাইনালে গান গাইবেন শাকিরা

প্রথমবারের মত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মঞ্চে গাইবেন পপ তারকা শাকিরা। বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

বিস্তারিত »

এন্ড্রু কিশোরকে চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

আজ ৬ জুলাই। বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে ২০২০ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী

বিস্তারিত »

বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে : শাকিব খান

আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেলো বছর ‘প্রিয়তমা’ ও ‘সুরঙ্গ’র মতো সিনেমা দিয়ে। ‘তুফান’-এ এসে যার ব্যাপকতা বোঝা গেছে। ৬-৭টি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই

বিস্তারিত »

বিয়ে দীঘির! গুঞ্জন না সত্যি

ঢাকাই ছবির নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। এরপর নায়িকা হিসেবে কাজ করেছেন বেশি কিছু সিনেমায়। নায়িকাদের ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের

বিস্তারিত »

ভয়ংকর প্রতারণার ফাঁদে নায়িকা ববি

ঢালিউড নায়িকা ইয়াসমিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগে মামলা করেছেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা। এরপর ববিও পাল্টা মামলা করেছেন সাকিবের বিরুদ্ধে।

বিস্তারিত »

বেতার-টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার আত্মপ্রকাশ

বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার আত্মপ্রকাশ উপলক্ষে প্রথম সাধারণ সভা দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুন) জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন

বিস্তারিত »