ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গরিব দুঃখী অসহায় ও দুস্থদের মাঝে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিব ‘র পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বিকাল ২টায় বাঘাইহাট ইউনিয়ন এলাকায় এই ইফতার ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন ৫৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. জাকির হোসেন।
এতে বাঘাইহাট, হাজাছড়া এবং কবাখালী এলাকাস্থ শতাধিক গরিব দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে ইফতার, রাতের খাবার ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৩ ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।