“ব্রেইল শিখে সহজে পড়ি,স্বাধীনভাবে জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র কৃষ্টি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিজ্ঞানভিত্তিক বা আধুনিক শিক্ষা পদ্ধতি ও ব্রেইল পাঠে আগ্রহী করে গড়ে তোলার জন্য বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ে ব্রেইল পাঠ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছিলো। গত ৩১ অক্টোবর, দুপুর ২টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষ্টির উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সহ-সভাপতি, কিডনি ফাউন্ডেশন চট্টগ্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রোটারী ক্লাবের সকল সভাপতি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা । এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যলয়ের শিক্ষক,শিক্ষার্থী, উন্নয়ন কর্মী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি সূচনা বক্তব্যে বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার একমাত্র মাধ্যম ব্রেইল হলেও শিক্ষা পদ্ধতি ব্রেইলে নানাবিধ অসামঞ্জস্য ও বিভ্রান্তি থাকার ফলে শিক্ষার মৌলিক ঘাটতি থাকায় সার্টিফিকেট পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায় কোন উন্নতি নেই। এ প্রেক্ষিতে আমরা মনে করেছি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে ব্রেইল পাঠের চর্চার প্রসার বৃদ্ধি করতে হবে।
ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন,আজকের অনুষ্ঠানকে একটা সিগ্নেচার অনুষ্ঠান হিসেবে পরিণত করার চেষ্টা করব।। সাবরিনা সুলতানা ও কৃষ্টির যাত্রা সকলকে প্রেরণা দিবে।
মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,দয়া বা করুণা নয়, প্রতিবন্ধী ব্যক্তি–গোষ্ঠীদের সাথে সম্প্রীতির বন্ধনে একটা সাম্যের সমাজ গড়ে তুলতে হবে আমাদের। কৃষ্টি কোন বাস্তবায়নযোগ্য পরিকল্পনা বা বাজেট থাকলে তা তিনি ভবিষ্যতে উপস্থাপন করার প্রস্তাব দেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় মেয়র।
ব্রেইল গবেষণা ও উন্নয়ন কার্য এগিয়ে নিতে চট্টগ্রাম রোটারী ক্লাব কৃষ্টি ট্রাস্টকে পঞ্চাশ হাজার টাকা ডোনেশন প্রদান করেন। একই উদ্দেশ্যে কৃষ্টির শুভাকাংখী প্রবাসী জনাব ইদ্রিস সুলতান এক লক্ষ টাকা ডোনেশন দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি রাশেদুল শেখ ও শ্রাবনী ভৌমিক, কৃষ্টি।








