কর্ণফুলী উপজেলা বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদে ২৪ মার্চ “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন” এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও ৭ম-তম কোরআন তেলাওয়াত, হামদ্্-নাত ও আযান প্রতিযোগিতা-২০২৩’র বাছাই পর্ব ফাউন্ডেশন’র সচিব মোহাম্মদ রেজাউল হক খান’র সভাপতিত্বে ও রকিউল হাসান খান সামির সঞ্চালনায় অনুষ্টিত হয়। অনুষ্টানটি উদ্বোধন করেন “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” চেয়ারম্যান ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান। সম্মানিত বিচারক হিসাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী ছাহেব, মাওলানা মুহাম্মদ মনছুরুলহক খান, গাউছিয়া তাহেরীয়া তানিমুল হক সুন্নি মাদ্্রাসা প্রিন্সিপাল মাওলানা গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ এহছান, মোহাম্মদ আরমান হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন’র উপদেষ্টা জিয়উল হক খান, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজ সেবক মোঃ মেজবাহ উদ্দিন খান, আলিমুল্লা খান, কলিমুল্লা খান, মোঃ মিনহাজ উদ্দিন খান, হুমায়ন আহমদ খান ও মোহাম্মদ মনজু।
কোরআন তেলাওয়াত ৪৮ জন, হামদ্্-নাত ৪১ জন ও আযান ৩৮ জন প্রতিযোগি সহ সর্ব মোট ১২৭ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
দ্বিতীয় পর্বে কোরআন তেলাওয়াত ১৫ জন, হামদ্্-নাত ১৫ জন ও আযান ১০ জন প্রতিযোগি সহ সর্ব মোট ৪০ জন প্রতিযোগি আগামী ৩১ মার্চ শুক্রবার দ্বিতীয় পর্ব সকাল ৯ টায় অংশগ্রহণ করবে।
০৭ এপ্রিল শুক্রবার দুপুর ০২ টায় চুড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেন- হালাল খাও, নামাজ পড়, আল্লাহ আল্লাহ জিকির কর সব সমস্য মিটে যাবে- শাহেন শাহ্্ জিয়াউল হক মাইজভান্ডারী উক্তির কথা স্বরণ করেন। রোজার শিক্ষায় ও অলি আল্লাহদের পথ অনুসরন করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। এলাকায় এলাকায় এ ধরনে প্রতিযোগিতা আয়োজন করলে শুদ্ধ রুপে কোরআন শিক্ষার প্রসার ঘটবে। মোঃ মেজবাহ উদ্দিন খান বলেন-৭তম কোরআন তেলাওয়াত, হামদ্্-নাত ও আযান প্রতিযোগিতা-২০২৩’র সবাইর জন্য পুরস্কারের ব্যবস্থা করায় ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র প্রশংসা করেন এবং প্রতিযোগিতা অংশগ্রহণে আরো উৎসাহিত হবে বলে মন্তব্য করেন।