শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র

শেখ কামালের শেষ দিনগুলো নিয়ে আসছে ‘ক্যাপ্টেন কামাল’

কাহিনীচিত্রটির নির্মাতা শামীম আহমেদ রনির বিশ্বাস, সিনেমাটি শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।

ক্যাপ্টেন কামাল সিনেমার পোস্টার উম্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি পঁচাত্তরের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের প্রথম শিকার, সেই মানুষটির জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তা তুলে ধরা হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’ নামে এক কাহিনীচিত্রে।

সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে ‘ক্যাপ্টেন কামাল’কে পর্দা আনছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি।

৫২ মিনিটের ওই কাহিনীচিত্রে শেখ কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে। আর তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে থাকছেন অভিনেত্রী তাহমিনা অথৈ।

‘ফ্রেম ফ্যাক্টরি’র প্রযোজনায় এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মীজানসহ আরও কয়েকজন।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, “বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি ভুল সমালোচনা ও ভুল উপস্থাপনার শিকার শেখ কামাল। তাকে নিয়ে আরও আগে থেকে কাজ করা দরকার ছিল। তাহলে স্বাধীনতাবিরোধীদের ভুল উপস্থাপনার জবাব দেওয়া যেত।

“এই কাহিনীচিত্রে আমরা শেখ কামালের শেষ কয়েকটি দিন দেখাব। বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয় আগমন উপলক্ষে একজন সাংবাদিকের সঙ্গে তার কথা হয়েছিল। সেই কথোপকথনের মধ্য দিয়ে শেখ কামালের চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হবে।”

<div class="paragraphs"><p>পোস্টার উম্মোচনে দুই কেন্দ্রীয় চরিত্র তানজিম ইমরান ও তাহমিনা অথৈ</p></div>

পোস্টার উম্মোচনে দুই কেন্দ্রীয় চরিত্র তানজিম ইমরান ও তাহমিনা অথৈ

রোববার ঘরোয়া আয়োজনে চলচ্চিত্রটির পোস্টার উম্মোচন ও নির্মাতা-শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ফরিদা খনম সাকী, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, এফবিসিসিআই পরিচালক মো, ফারুক।

শেখ কামালকে শেষবার দেখার স্মৃতি উঠে আসে আরেফিন সিদ্দিকের কথায়। তিনি বলেন, “শেখ কামাল আর আমি একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তাকে শেষ দেখেছিলাম ১৯৭৫ সালের ১৪ অগাস্ট।

“১৫ তারিখে বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ১৪ তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে শেখ কামালকে দেখলাম কয়েকজন বন্ধুকে নিয়ে হাসতে হাসতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর পরিদর্শনে আসার আগে সব ঠিকঠাক আছে কি না দেখছিলেন কামাল।”

আরেফিন সিদ্দিকের বলেন, “ওইদিন রাতে শেখ কামাল হলেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে বিয়ে করেছেন, তাই বন্ধুরা তাকে বাসায় পাঠিয়ে দেন। সেদিন হলে থেকে গেলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকমও হতে পারত।”

এই কাহিনীচিত্রের মাধ্যমে শেখ কামালের জীবনের ‘ইতিবাচক’ দিক তুলে ধরা সম্ভব হবে বর্ণনা করে আরেফিন সিদ্দিক বলেন, “তাকে (শেখ কামাল) নিয়ে অনেক অপপ্রচার হয়েছে। অথচ শেখ কামালের বহু ইতিবাচক দিক ছিল। তার দাবির ফলে চতুর্থশ্রেণির কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করেছিল সরকার। ক্রীড়া ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন কামাল।“

নির্মাতা রনির ভাষ্য, “একজন নায়ককে ‘নায়কের’ মর্যাদা দেওয়া উচিত। শেখ কামাল দেশের সংস্কৃতি, ক্রীড়া ও মানবিক নানা দিক নিয়ে ভাবতেন। তিনিও আমাদের আরেকজন নায়ক ছিলেন। তার মানবিক গুণাবলী দর্শকের সামনে তুলে ধরার প্রচেষ্টা নিয়ে কাজটি করা। আমার বিশ্বাস, সিনেমাটা শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।”

নির্মাণ শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ‘ক্যাপ্টেন কামাল’ প্রচার হবে বলে এর কাহিনীকার সহিদ রহমান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বাবার কারণে লজ্জায় স্কুল যাচ্ছে না ইমরান হাশমির ছেলে!

বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিরতি ভেঙে ফিরেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার ছোট ক্যামিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু এই জনপ্রিয়তা যে

বিস্তারিত »

শান্তিপূর্ণ জীবন চাই: আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে মানুষের ভণ্ডামি থেকে মুক্তি চান বলে জানান তিনি। গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্ট দিয়ে

বিস্তারিত »

দম-এ মেহজাবীন

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

দোষ দেখিনি সামিরার ডন

বাংলা সিনেমার চিরচেনা মুখ সালমান শাহ- যার অকালমৃত্যু এখনো রহস্যে ঘেরা। মৃত্যুর প্রায় তিন দশক পরও এই নায়কের অপমৃত্যু মামলা ফের আলোচনায়। আত্মহত্যা না হত্যা-

বিস্তারিত »

আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই: মর্গকর্মী রমেশ

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সেই সূত্রেই আবারও সামনে এসেছে সালমানের

বিস্তারিত »

ম হামিদ–ফাল্গুনী হামিদের ছেলে প্রান্তর মারা গেছেন

নাট্যকার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ম হামিদ এবং অভিনেত্রী ফাল্গুনী হামিদের একমাত্র ছেলে প্রান্তর জ্যোতি হামিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

বিস্তারিত »

আদালতের নির্দেশে স্বস্তি, তবে হুমকিতে নীলা চৌধুরী

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ প্রতীক্ষার পর এমন সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেয়েছেন তার

বিস্তারিত »

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অভিনেতা আসরনির ইন্সটাগ্রাম পোস্ট ভাইরাল

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী গোবর্ধন আসরনি আর নেই।  গত সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুম্বাইয়ের জুহুর অরোগ্য নিধি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ

বিস্তারিত »