বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র

শেখ কামালের শেষ দিনগুলো নিয়ে আসছে ‘ক্যাপ্টেন কামাল’

কাহিনীচিত্রটির নির্মাতা শামীম আহমেদ রনির বিশ্বাস, সিনেমাটি শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।

ক্যাপ্টেন কামাল সিনেমার পোস্টার উম্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি পঁচাত্তরের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের প্রথম শিকার, সেই মানুষটির জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তা তুলে ধরা হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’ নামে এক কাহিনীচিত্রে।

সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে ‘ক্যাপ্টেন কামাল’কে পর্দা আনছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি।

৫২ মিনিটের ওই কাহিনীচিত্রে শেখ কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে। আর তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে থাকছেন অভিনেত্রী তাহমিনা অথৈ।

‘ফ্রেম ফ্যাক্টরি’র প্রযোজনায় এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মীজানসহ আরও কয়েকজন।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, “বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি ভুল সমালোচনা ও ভুল উপস্থাপনার শিকার শেখ কামাল। তাকে নিয়ে আরও আগে থেকে কাজ করা দরকার ছিল। তাহলে স্বাধীনতাবিরোধীদের ভুল উপস্থাপনার জবাব দেওয়া যেত।

“এই কাহিনীচিত্রে আমরা শেখ কামালের শেষ কয়েকটি দিন দেখাব। বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয় আগমন উপলক্ষে একজন সাংবাদিকের সঙ্গে তার কথা হয়েছিল। সেই কথোপকথনের মধ্য দিয়ে শেখ কামালের চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হবে।”

<div class="paragraphs"><p>পোস্টার উম্মোচনে দুই কেন্দ্রীয় চরিত্র তানজিম ইমরান ও তাহমিনা অথৈ</p></div>

পোস্টার উম্মোচনে দুই কেন্দ্রীয় চরিত্র তানজিম ইমরান ও তাহমিনা অথৈ

রোববার ঘরোয়া আয়োজনে চলচ্চিত্রটির পোস্টার উম্মোচন ও নির্মাতা-শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ফরিদা খনম সাকী, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, এফবিসিসিআই পরিচালক মো, ফারুক।

শেখ কামালকে শেষবার দেখার স্মৃতি উঠে আসে আরেফিন সিদ্দিকের কথায়। তিনি বলেন, “শেখ কামাল আর আমি একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তাকে শেষ দেখেছিলাম ১৯৭৫ সালের ১৪ অগাস্ট।

“১৫ তারিখে বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ১৪ তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে শেখ কামালকে দেখলাম কয়েকজন বন্ধুকে নিয়ে হাসতে হাসতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর পরিদর্শনে আসার আগে সব ঠিকঠাক আছে কি না দেখছিলেন কামাল।”

আরেফিন সিদ্দিকের বলেন, “ওইদিন রাতে শেখ কামাল হলেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে বিয়ে করেছেন, তাই বন্ধুরা তাকে বাসায় পাঠিয়ে দেন। সেদিন হলে থেকে গেলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকমও হতে পারত।”

এই কাহিনীচিত্রের মাধ্যমে শেখ কামালের জীবনের ‘ইতিবাচক’ দিক তুলে ধরা সম্ভব হবে বর্ণনা করে আরেফিন সিদ্দিক বলেন, “তাকে (শেখ কামাল) নিয়ে অনেক অপপ্রচার হয়েছে। অথচ শেখ কামালের বহু ইতিবাচক দিক ছিল। তার দাবির ফলে চতুর্থশ্রেণির কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করেছিল সরকার। ক্রীড়া ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন কামাল।“

নির্মাতা রনির ভাষ্য, “একজন নায়ককে ‘নায়কের’ মর্যাদা দেওয়া উচিত। শেখ কামাল দেশের সংস্কৃতি, ক্রীড়া ও মানবিক নানা দিক নিয়ে ভাবতেন। তিনিও আমাদের আরেকজন নায়ক ছিলেন। তার মানবিক গুণাবলী দর্শকের সামনে তুলে ধরার প্রচেষ্টা নিয়ে কাজটি করা। আমার বিশ্বাস, সিনেমাটা শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।”

নির্মাণ শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ‘ক্যাপ্টেন কামাল’ প্রচার হবে বলে এর কাহিনীকার সহিদ রহমান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বাড়ি ফিরে গেলেন আরশি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি নোবেল

আলোচিত সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের সৃষ্টি করা ফারজান আরশি তার গ্রামের বাড়ি খুলনায় ফিরে গেছেন। এদিকে দিন দিন মাদকাসক্ত হয়ে

বিস্তারিত »

পরীমনির নানা আর নেই

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির নানা শামসুল হক গাজী আর নেই। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় শেষ

বিস্তারিত »

প্রবীর মিত্রের ইসলাম গ্রহণ, যা বললেন ছেলে

সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে সোমবার (২০ নভেম্বর) সকাল থেকেই ছড়িয়ে পড়েছে একটি খবর। যেখানে দাবি করা হচ্ছে, দেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ

বিস্তারিত »

যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন তিনি। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় খবরটি

বিস্তারিত »

কক্সবাজার রেললাইন নিয়ে সাংবাদিক আহসান রিটনের গান

কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের বিষয়টিকে স্মরণীয় করে রাখতে ‘আঁরো বাড়ি হক্সবাজার জব্বর খুশী লাআর, দইজ্জার চরত ট্রেইন চলিবু’ শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি গান রচনা

বিস্তারিত »

ক্ষমা চাইলেন তিশা

আত্মহত্যা চেষ্টা-কাণ্ডে দেশের সংবাদকর্মীদের এক হাত নিয়েছিলেন তানজিন তিশা। মুশফিক আর. ফারহানের সঙ্গে তার চচির্ত প্রেম সম্পর্কে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তাকে উড়িয়ে ফেলার হুমকি

বিস্তারিত »

একসময়ের পর্দা কাঁপানো নায়িকার ঠাঁই এখন আশ্রয়ণ প্রকল্পে

ঢাকাই সিনেমার নব্বই দশকের নায়িকা বনশ্রী। ১৯৯৬ সালে ইলিয়াস কাঞ্চনের বিপরীতেই প্রথম অভিষেক ঘটে। এরপর একই মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ

বিস্তারিত »

হুমায়রা হিমুর প্রেমিক উরফি জিয়া আটক

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর ‘আত্মহত্যা’র পর পলাতক তার কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি ওরফে উরফি জিয়াকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৩ নভেম্বর) সকালে জিয়াউদ্দিনকে

বিস্তারিত »

হোমায়রা হিমুর ‘আত্মহত্যা’, বয়ফ্রেন্ড খুঁজছে পুলিশ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার

বিস্তারিত »