সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ, ১৪৩১, ১০ শাবান, ১৪৪৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র

শেখ কামালের শেষ দিনগুলো নিয়ে আসছে ‘ক্যাপ্টেন কামাল’

কাহিনীচিত্রটির নির্মাতা শামীম আহমেদ রনির বিশ্বাস, সিনেমাটি শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।

ক্যাপ্টেন কামাল সিনেমার পোস্টার উম্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি পঁচাত্তরের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের প্রথম শিকার, সেই মানুষটির জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তা তুলে ধরা হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’ নামে এক কাহিনীচিত্রে।

সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে ‘ক্যাপ্টেন কামাল’কে পর্দা আনছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি।

৫২ মিনিটের ওই কাহিনীচিত্রে শেখ কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে। আর তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে থাকছেন অভিনেত্রী তাহমিনা অথৈ।

‘ফ্রেম ফ্যাক্টরি’র প্রযোজনায় এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মীজানসহ আরও কয়েকজন।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, “বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি ভুল সমালোচনা ও ভুল উপস্থাপনার শিকার শেখ কামাল। তাকে নিয়ে আরও আগে থেকে কাজ করা দরকার ছিল। তাহলে স্বাধীনতাবিরোধীদের ভুল উপস্থাপনার জবাব দেওয়া যেত।

“এই কাহিনীচিত্রে আমরা শেখ কামালের শেষ কয়েকটি দিন দেখাব। বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয় আগমন উপলক্ষে একজন সাংবাদিকের সঙ্গে তার কথা হয়েছিল। সেই কথোপকথনের মধ্য দিয়ে শেখ কামালের চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হবে।”

<div class="paragraphs"><p>পোস্টার উম্মোচনে দুই কেন্দ্রীয় চরিত্র তানজিম ইমরান ও তাহমিনা অথৈ</p></div>

পোস্টার উম্মোচনে দুই কেন্দ্রীয় চরিত্র তানজিম ইমরান ও তাহমিনা অথৈ

রোববার ঘরোয়া আয়োজনে চলচ্চিত্রটির পোস্টার উম্মোচন ও নির্মাতা-শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ফরিদা খনম সাকী, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, এফবিসিসিআই পরিচালক মো, ফারুক।

শেখ কামালকে শেষবার দেখার স্মৃতি উঠে আসে আরেফিন সিদ্দিকের কথায়। তিনি বলেন, “শেখ কামাল আর আমি একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তাকে শেষ দেখেছিলাম ১৯৭৫ সালের ১৪ অগাস্ট।

“১৫ তারিখে বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ১৪ তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে শেখ কামালকে দেখলাম কয়েকজন বন্ধুকে নিয়ে হাসতে হাসতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর পরিদর্শনে আসার আগে সব ঠিকঠাক আছে কি না দেখছিলেন কামাল।”

আরেফিন সিদ্দিকের বলেন, “ওইদিন রাতে শেখ কামাল হলেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে বিয়ে করেছেন, তাই বন্ধুরা তাকে বাসায় পাঠিয়ে দেন। সেদিন হলে থেকে গেলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকমও হতে পারত।”

এই কাহিনীচিত্রের মাধ্যমে শেখ কামালের জীবনের ‘ইতিবাচক’ দিক তুলে ধরা সম্ভব হবে বর্ণনা করে আরেফিন সিদ্দিক বলেন, “তাকে (শেখ কামাল) নিয়ে অনেক অপপ্রচার হয়েছে। অথচ শেখ কামালের বহু ইতিবাচক দিক ছিল। তার দাবির ফলে চতুর্থশ্রেণির কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করেছিল সরকার। ক্রীড়া ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন কামাল।“

নির্মাতা রনির ভাষ্য, “একজন নায়ককে ‘নায়কের’ মর্যাদা দেওয়া উচিত। শেখ কামাল দেশের সংস্কৃতি, ক্রীড়া ও মানবিক নানা দিক নিয়ে ভাবতেন। তিনিও আমাদের আরেকজন নায়ক ছিলেন। তার মানবিক গুণাবলী দর্শকের সামনে তুলে ধরার প্রচেষ্টা নিয়ে কাজটি করা। আমার বিশ্বাস, সিনেমাটা শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।”

নির্মাণ শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ‘ক্যাপ্টেন কামাল’ প্রচার হবে বলে এর কাহিনীকার সহিদ রহমান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

রিয়াদে এসে আমি মুগ্ধ: জেমস রিয়াদে মঞ্চ মাতালেন জেমস। ছবি: ডিএইচ বাদল রিয়াদ থেকে: সৌদি প্রবাসীদের গানে গানে মাতালেন নগরবাউল জেমস। তার গান উপভোগ করতে

বিস্তারিত »

কোপার ফাইনালে গান গাইবেন শাকিরা

প্রথমবারের মত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মঞ্চে গাইবেন পপ তারকা শাকিরা। বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

বিস্তারিত »

এন্ড্রু কিশোরকে চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

আজ ৬ জুলাই। বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে ২০২০ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী

বিস্তারিত »

বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে : শাকিব খান

আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেলো বছর ‘প্রিয়তমা’ ও ‘সুরঙ্গ’র মতো সিনেমা দিয়ে। ‘তুফান’-এ এসে যার ব্যাপকতা বোঝা গেছে। ৬-৭টি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই

বিস্তারিত »

বিয়ে দীঘির! গুঞ্জন না সত্যি

ঢাকাই ছবির নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। এরপর নায়িকা হিসেবে কাজ করেছেন বেশি কিছু সিনেমায়। নায়িকাদের ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের

বিস্তারিত »

ভয়ংকর প্রতারণার ফাঁদে নায়িকা ববি

ঢালিউড নায়িকা ইয়াসমিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগে মামলা করেছেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা। এরপর ববিও পাল্টা মামলা করেছেন সাকিবের বিরুদ্ধে।

বিস্তারিত »

বেতার-টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার আত্মপ্রকাশ

বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার আত্মপ্রকাশ উপলক্ষে প্রথম সাধারণ সভা দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুন) জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন

বিস্তারিত »

কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন পরীমণি

কৃতকর্মের জন্য মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরীমণি। ঘটনাটা খোলাসা করা যাক। ‘দামাল’ সিনেমার প্রচারণার সময় রাজ-পরী ও মিমকে নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। পরীর অভিযোগ ছিল,

বিস্তারিত »

ভোটের মাঠেও নম্বর ওয়ান রচনা

প্রথমবারই ভোটের মাঠে নামে বাজিমাত করেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। ভারতের লোকসভা নির্বাচনে হুগলী থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী লকেট বন্দ্যোপাধ্যায়কে ৩০

বিস্তারিত »