শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক, ১৪৩২, ২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র

শেখ কামালের শেষ দিনগুলো নিয়ে আসছে ‘ক্যাপ্টেন কামাল’

কাহিনীচিত্রটির নির্মাতা শামীম আহমেদ রনির বিশ্বাস, সিনেমাটি শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।

ক্যাপ্টেন কামাল সিনেমার পোস্টার উম্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি পঁচাত্তরের ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের প্রথম শিকার, সেই মানুষটির জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তা তুলে ধরা হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’ নামে এক কাহিনীচিত্রে।

সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে ‘ক্যাপ্টেন কামাল’কে পর্দা আনছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি।

৫২ মিনিটের ওই কাহিনীচিত্রে শেখ কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে। আর তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে থাকছেন অভিনেত্রী তাহমিনা অথৈ।

‘ফ্রেম ফ্যাক্টরি’র প্রযোজনায় এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মীজানসহ আরও কয়েকজন।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, “বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি ভুল সমালোচনা ও ভুল উপস্থাপনার শিকার শেখ কামাল। তাকে নিয়ে আরও আগে থেকে কাজ করা দরকার ছিল। তাহলে স্বাধীনতাবিরোধীদের ভুল উপস্থাপনার জবাব দেওয়া যেত।

“এই কাহিনীচিত্রে আমরা শেখ কামালের শেষ কয়েকটি দিন দেখাব। বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয় আগমন উপলক্ষে একজন সাংবাদিকের সঙ্গে তার কথা হয়েছিল। সেই কথোপকথনের মধ্য দিয়ে শেখ কামালের চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরা হবে।”

<div class="paragraphs"><p>পোস্টার উম্মোচনে দুই কেন্দ্রীয় চরিত্র তানজিম ইমরান ও তাহমিনা অথৈ</p></div>

পোস্টার উম্মোচনে দুই কেন্দ্রীয় চরিত্র তানজিম ইমরান ও তাহমিনা অথৈ

রোববার ঘরোয়া আয়োজনে চলচ্চিত্রটির পোস্টার উম্মোচন ও নির্মাতা-শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ফরিদা খনম সাকী, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, এফবিসিসিআই পরিচালক মো, ফারুক।

শেখ কামালকে শেষবার দেখার স্মৃতি উঠে আসে আরেফিন সিদ্দিকের কথায়। তিনি বলেন, “শেখ কামাল আর আমি একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তাকে শেষ দেখেছিলাম ১৯৭৫ সালের ১৪ অগাস্ট।

“১৫ তারিখে বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ১৪ তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে শেখ কামালকে দেখলাম কয়েকজন বন্ধুকে নিয়ে হাসতে হাসতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর পরিদর্শনে আসার আগে সব ঠিকঠাক আছে কি না দেখছিলেন কামাল।”

আরেফিন সিদ্দিকের বলেন, “ওইদিন রাতে শেখ কামাল হলেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে বিয়ে করেছেন, তাই বন্ধুরা তাকে বাসায় পাঠিয়ে দেন। সেদিন হলে থেকে গেলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকমও হতে পারত।”

এই কাহিনীচিত্রের মাধ্যমে শেখ কামালের জীবনের ‘ইতিবাচক’ দিক তুলে ধরা সম্ভব হবে বর্ণনা করে আরেফিন সিদ্দিক বলেন, “তাকে (শেখ কামাল) নিয়ে অনেক অপপ্রচার হয়েছে। অথচ শেখ কামালের বহু ইতিবাচক দিক ছিল। তার দাবির ফলে চতুর্থশ্রেণির কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করেছিল সরকার। ক্রীড়া ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন কামাল।“

নির্মাতা রনির ভাষ্য, “একজন নায়ককে ‘নায়কের’ মর্যাদা দেওয়া উচিত। শেখ কামাল দেশের সংস্কৃতি, ক্রীড়া ও মানবিক নানা দিক নিয়ে ভাবতেন। তিনিও আমাদের আরেকজন নায়ক ছিলেন। তার মানবিক গুণাবলী দর্শকের সামনে তুলে ধরার প্রচেষ্টা নিয়ে কাজটি করা। আমার বিশ্বাস, সিনেমাটা শেষ হলে দর্শক দাঁড়িয়ে ক্যাপ্টেন কামালকে স্যালুট দেবে।”

নির্মাণ শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ‘ক্যাপ্টেন কামাল’ প্রচার হবে বলে এর কাহিনীকার সহিদ রহমান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ম হামিদ–ফাল্গুনী হামিদের ছেলে প্রান্তর মারা গেছেন

নাট্যকার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ম হামিদ এবং অভিনেত্রী ফাল্গুনী হামিদের একমাত্র ছেলে প্রান্তর জ্যোতি হামিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

বিস্তারিত »

আদালতের নির্দেশে স্বস্তি, তবে হুমকিতে নীলা চৌধুরী

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ প্রতীক্ষার পর এমন সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেয়েছেন তার

বিস্তারিত »

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অভিনেতা আসরনির ইন্সটাগ্রাম পোস্ট ভাইরাল

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী গোবর্ধন আসরনি আর নেই।  গত সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুম্বাইয়ের জুহুর অরোগ্য নিধি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ

বিস্তারিত »

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা

দীর্ঘদিনের প্রেম বিবাহ, এরপর হঠাৎ বিচ্ছেদ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। প্রাক্তন স্বামী যখন নিজের

বিস্তারিত »

যাদের আপন ভাবি তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা

এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ে অনিয়মিত হলেও তার রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা। বিশেষকরে, তার সৌন্দর্যের কারণে এখনও তিনি সমাদৃত। নিয়মিত আলোচনায় থাকেন

বিস্তারিত »

কহো না প্যায়ার হ্যায়’ থেকে কেন বাদ পড়েছিলেন কারিনা

বলিউডে রাকেশ রোশন মানেই এক অনন্য ব্যক্তিত্ব। তারই হাত ধরে নায়ক বনে যান ছেলে হৃতিক রোশন। ২০০০ সালে তার নির্মিত ‘কহো না প্যায়ার হ্যায়’ আজও

বিস্তারিত »

হলুদ শাড়িতে নজর কাড়লেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের রূপ ও ফ্যাশন সেন্সের জুড়ি নেই। বরাবরের মতো ফের রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। সকাল সকাল

বিস্তারিত »

মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা

দেশীয় ব্যান্ড সংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর, এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। রুপালি গিটার ফেলে চলে গেছেন, কিন্তু আজও আইয়ুব বাচ্চু প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে।

বিস্তারিত »

ইত্যাদির হানিফ সংকেত এবার কুড়িগ্রামে

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। অনুষ্ঠানটির এবারের আয়োজন সাজানো হয়েছে উত্তরাঞ্চলের কৃষ্টি, ঐতিহ্যসহ তথ্যসমৃদ্ধ নানা বিষয় নিয়ে।

বিস্তারিত »