আট দিন খাগড়াছড়িতে ১৪৪ ধারা পর প্রত্যাহার করা হয়েছে| শনিবার রাত পৌন ৯টায় খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া একই দিন গুইমারা থেকেও ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে “রোববার ভোর ৬টা হতে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হয়।”
এর আগে সকালে ‘জুম্ম ছাত্র-জনতা’ ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে নেয়।
জেলা প্রশাসকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছিল।