বান্দরবানের থানচিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্য নিহত হয়েছে। এসময় আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ( ২৬ জুন) সকালে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের তাজিংডং পাহাড় চূড়ার চিংসংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে করা হয়েছে আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার। তবে ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় নিহত ও গ্রেপ্তার যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের তাজিংডং পাহাড় চূড়া এলাকাস্থ চিংসং পাড়ায় অবস্থান নেয় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল বুধবার সকালে অভিযানে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সদস্যরা। এসময় উভয় পক্ষের মধ্যে থেমে থেমে দীর্ঘক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। পরে কেএনএফের এক সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, যৌথ বাহিনীর অভিযানে এক কেএনএফের সদস্য নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় কেএনএফের আরও ১ সদস্যকে গ্রেপ্তার ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।