বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৭

গায়ের রং কালো বলে কটাক্ষ সুন্দরীর কড়া জবাব

থাইল্যান্ডে অনুষ্ঠিত এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছেন রোমা রিয়াজ। সম্প্রতি তার শরীরের রঙ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের নেটিজেনরা নানা কটাক্ষ করে যাচ্ছেন তাকে। তার জবাবে স্পষ্ট বক্তব্য দিয়েছেন রোমা। তিনি দাবি করেছেন, তার গায়ের রঙ পাকিস্তানের মাটির মতো। তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। যারা তার সমালোচনা করছেন তাদের উচিত নয় দেশের অসম্মান করা।

রোমা জানিয়েছেন, এই ধরনের মন্তব্যের মূল কারণ হলো রঙের প্রতি পক্ষপাত। সমাজে বহু ক্ষেত্রে ফর্সা ত্বককে বেশি প্রশংসা করা হয় এবং মানুষ তাদের নিজেদের সংস্কৃতি ও বংশপরম্পরা ভুলে যায়। রোমা বলেন, তিনি মূলত পাকিস্তানি। তার শিকড়, মূল্যবোধ এবং ত্বকের প্রতিটি রঙেই। তিনি আরও বলেন, তার ত্বক সেই নারীদের মতো যারা পাকিস্তানের পরিবার, বাড়ি ও দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, ‘আমি গর্বের সঙ্গে পাকিস্তানকে উপস্থাপন করি। তবে আমি দক্ষিণ এশিয়ার সেই নতুন প্রজন্মকেও প্রতিনিধিত্ব করি যারা সমাজের তৈরি সংকীর্ণ মানদণ্ডে ফিট হয় না।’

রোমা রিয়াজ পাকিস্তানি দর্শকদের উদ্দেশ্যে উর্দু ভাষায় বলেন, কেন মানুষ নিজেদের দেশের মানুষকে ঘৃণা করে তা তিনি বুঝতে পারেন না। তিনি বলেন, ‘আমি সবসময় গর্বের সঙ্গে বলি যে আমাদের দেশের মানুষই আমাদের দেশের সবচেয়ে মূল্যবান ধন। অথচ একই মানুষ আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বের কাছে পাকিস্তানের একটি ইতিবাচক চিত্র উপস্থাপন করার চেষ্টা করছি। তাই অনুগ্রহ করে আমার প্রচেষ্টা বৃথা যেতে দেবেন না। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে। কিন্তু যদি ভালো কিছু না বলতে পারলে পাকিস্তানের অসম্মান হয় এমন কিছুই বলবেন না।’

রঙের প্রতি পক্ষপাত পাকিস্তানি সমাজে এখনো একটি বড় সমস্যা। ত্বকের রঙের কারণে মানুষ প্রায়শই অসম বিচার করেন। রোমা রিয়াজ প্রকাশ্যে এই সংকীর্ণ মানসিকতার বাইরে এসে নিজের ত্বক, সংস্কৃতি এবং ভাষাকে গর্বের সঙ্গে গ্রহণ করেছেন।

একই সঙ্গে তিনি শাড়ি পরার সিদ্ধান্তের পক্ষেও স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘শাড়ি হলো শালওয়ার কামিজের মতোই পাকিস্তানি এবং আমাদের ঐতিহ্য। এগুলো পরিবর্তিত বা মুছে ফেলা যাবে না।’

রোমার এই বক্তব্য সমাজকে মনে করিয়ে দিচ্ছে, যে সুন্দরী নারীকে তার ত্বকের রঙের জন্য সমালোচনা করা অসম এবং নেতিবাচক মনোভাব ছড়ানো বন্ধ করার সময় এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

কবরীর শেষ সিনেমা মুক্তির নতুন পরিকল্পনা

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী নির্মাণ শুরু করেছিলেন ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমার কাজ। মাত্র দুই দিনের শুটিং বাকি ছিল সিনেমাটির। তার আগেই

বিস্তারিত »

বাবার কারণে লজ্জায় স্কুল যাচ্ছে না ইমরান হাশমির ছেলে!

বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিরতি ভেঙে ফিরেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার ছোট ক্যামিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু এই জনপ্রিয়তা যে

বিস্তারিত »

শান্তিপূর্ণ জীবন চাই: আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে মানুষের ভণ্ডামি থেকে মুক্তি চান বলে জানান তিনি। গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্ট দিয়ে

বিস্তারিত »

দম-এ মেহজাবীন

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

দোষ দেখিনি সামিরার ডন

বাংলা সিনেমার চিরচেনা মুখ সালমান শাহ- যার অকালমৃত্যু এখনো রহস্যে ঘেরা। মৃত্যুর প্রায় তিন দশক পরও এই নায়কের অপমৃত্যু মামলা ফের আলোচনায়। আত্মহত্যা না হত্যা-

বিস্তারিত »

আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই: মর্গকর্মী রমেশ

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সেই সূত্রেই আবারও সামনে এসেছে সালমানের

বিস্তারিত »

ম হামিদ–ফাল্গুনী হামিদের ছেলে প্রান্তর মারা গেছেন

নাট্যকার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ম হামিদ এবং অভিনেত্রী ফাল্গুনী হামিদের একমাত্র ছেলে প্রান্তর জ্যোতি হামিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

বিস্তারিত »

আদালতের নির্দেশে স্বস্তি, তবে হুমকিতে নীলা চৌধুরী

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ প্রতীক্ষার পর এমন সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেয়েছেন তার

বিস্তারিত »