বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২, ১৬ রবিউস সানি, ১৪৪৭

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ারের পরিবার থেকে চাঁদা আদায়

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খোন্দকার দেলোয়ারের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল।

অভিযোগ অনুসারে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে স্থানীয় যুবদল নেতা শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫) ভয়ভীতি দেখিয়ে মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র মরহুম খন্দকার আব্দুল হামিদ ডাবলুর স্ত্রী তানজিন হামিদ মিতুলের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করেছেন। মিতুলের দাবি, চাঁদা আদায়কারীরা স্থানীয় যুবদলের আহ্বায়ক কমিটিতে আছেন।

তানজিন হামিদ মিতুল অভিযোগে বলেন, গত শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে আমার বড় বোন শারমিন ওয়াদুদ নিপা (৪৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কল দিয়ে বলেন, তার নগদ এক লক্ষ টাকা প্রয়োজন। আমি রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে আমার বড় বোন শারমিন ওয়াদুদ নিপার বর্তমান ঠিকানা হাতিরঝিল থানাধীন মগবাজার গাবতলার ৬৫৩ নং বাসার ৪র্থ তলায় (৪/বি) গিয়ে শাওন, হাবিব, সাজিদ ও সানিকে সেখানে অবস্থান করতে দেখি। তখন আমি আমার বড় বোনকে তারা এত রাতে কী করে জিজ্ঞেস করা মাত্রই শাওন কোমরে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আমাকে ভয়ভীতি দেখান। তখন আমার বড় বোনের কাছ থেকে এক লাখ টাকা দাবি করে তারা চারজন বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেন।

অভিযোগে তিনি আরও বলেন, এক পর্যায়ে তাদের কথা মতো রাত আনুমানিক ১২টার সময় মগবাজার সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করে সানিকে দেই এবং আমার নিজ নামীয় সিটি ব্যাংকের হিসাব থেকে তাকে ২০ হাজার টাকার একটি চেক প্রদান করি, যার চেক নং-৪১০৩১৭৩।

তানজিন হামিদ মিতুল বলেন, পরে রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের সময় আমার বড় বোনের বাসায় পুনরায় যাই। তখন ওই চারজন আমার বোন ও আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বলেন, আমার বোনের নিজ নামীয় ফ্ল্যাট আগামী মাসের মধ্যে খালি করে চলে যেতে হবে। না হলে আমার বড় বোন ও তার সন্তানদের প্রাণনাশ করবেন।

তানজিন হামিদ মিতুল বলেন, এই ঘটনার পর থেকে আমি এবং আমার বোনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা হাতিরঝিল থানায় একটি অভিযোগ দিয়েছে।

চাঁদা আদায়কারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা স্থানীয় যুবদলের আহ্বায়ক কমিটিতে আছেন। তাদের একজন যুবদলের হাতিরঝিল থানার ধর্মবিষয়ক সম্পাদক।

এই বিষয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন দলীয় পর্যায়ে অভিযোগ জানানো হয়নি। তবে মামলা হলে জানাবেন বলে জানান মিতুল।

জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, এই বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখাসহ অন্যান্য তদন্ত করছি। অভিযোগটি মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।

তবে চাঁদা আদায়কারীদের পরিচয় সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

জিয়াউর রহমানই মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত

বিস্তারিত »

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার (৭ অক্টোবর) প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের

বিস্তারিত »

ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল হলে নির্বাচনের অযোগ্য: অধ্যাদেশ জারি

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র

বিস্তারিত »

শিক্ষকদের জন্য কমিশন গঠন করবে বিএনপি : তারেক রহমান

গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ‘শিক্ষক–কর্মচারী ঐক্যজোট’ আয়োজিত এক সমাবেশে ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। তারেক রহমান বলেন,

বিস্তারিত »

ডাকসু নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে নতুন বিতর্ক, দায় নেবে না বিএনপি

সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে মন্তব্য করে আবার আলোচনায় এসেছেন এই রাজনীতিক। এবার মি. রহমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

বিস্তারিত »

কমেছে এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম কমেছে। চলতি অক্টোবর মাসে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।যা মঙ্গলবার

বিস্তারিত »

পাচারের অর্থ ফেরাতে ব্যাংকগুলোকে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ

পাচার হওয়া অর্থ ফেরাতে দেশের সব তফসিলি ব্যাংককে আন্তর্জাতিক ১২টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক

বিস্তারিত »

প্রধান উপদেষ্টা : প্রবীণরা সমাজের বোঝা নন

প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য দিক-নির্দেশনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবীণরা কোনো সমাজের বোঝা নন। আজ মঙ্গলবার (৭

বিস্তারিত »

ঐক্যবদ্ধ বাংলাদেশি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমার সামনে পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে। অপূর্ব এই দৃশ্যের সঙ্গে যে আনন্দঘন পরিবেশে মানুষ জমায়েত

বিস্তারিত »