বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২৩ পৌষ, ১৪৩২, ১৭ রজব, ১৪৪৭

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

নাসিরুদ্দিন চৌধুরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন, যাদেরকে নিয়ে তাদের নির্বাচনী এলাকায় বহুদিন ধরে নানা জল্পনা-কল্পনা, আলাপ-আলোচনা চলছিলো। এরা হচ্ছেন, হাটহাজারী আসনে জাতীয় পার্টির (একাংশ) প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক ও ব্যারিস্টার শাকিলা ফারজানা। আরো ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়, যাদের মধ্যে পটিয়া আসনে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ১৯৮৪ সাল থেকে ৭ বার হাটহাজারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁকে নির্বাচনী রাজনীতিতে সব সময় একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হতো। এসএম ফজলুল হক একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং শিল্পপতি। তিনি চট্টগ্রাম থেকে প্রথম এবং শেষবারের মত বিজিএমইএ’র সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি হাটহাজারী থানা বিএলএফ-এর কমান্ডার ছিলেন। স্বাধীনতা পর চাকসু’র ভিপি নির্বাচিত হয়ে তিনি যুব ও যুব সমাজের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি প্রথমদিকে কয়েক বছর জাসদ করেন এবং পরে ৭৫-এর যখন দেশে রাজনীতি পট পরিবর্তন হয়, সেনা কর্মকর্তা জিয়া রাজনীতিতে এসে বিএনপি গঠন করেন, তখন এসএম ফজলুল হক বিএনপিতে যোগদান করেন। সেই থেকে তিনি বিএনপিই করে আসছেন এবং বারবার হাটহাজারী আসন থেকে দলের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন।
ব্যারিস্টার শাকিলা ফারজানা হাটহাজারীর সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। তিনিও তাঁর পিতার মৃত্যুর পর বিএনপি মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়েও সফল হতে পারেননি। সৈয়দ ওয়াহিদুল আলম তাঁর মেয়েটিকে ব্যারিস্টারি পড়িয়ে রাজনীতিতে তাঁর উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচিনী রাজনীতিতে তাঁর সাফল্য কন্যার ক্ষেত্রে ব্যর্থতায় পর্যায়বসিত হয়।
পটিয়ার সিরাজুল ইসলাম চৌধুরীও এক সময় এমপি নির্বাচিত হয়েছিলেন, পরে বিভিন্ন সময়ে তিনিও মনোনয়ন চেয়ে প্রত্যাখ্যাত হন।
রিটার্নিং অফিসার হয়তো কোন ত্রুটি পেয়ে মনোনয়ন পত্র বাতিল করেছেন, কিন্তু বাতিলের যে ধরণ তাতে দেখা যাচ্ছে, বিএনপি’র প্রার্থীর জন্য যারা হুমকি হয়ে দেখা দিতে পারতেন, তাদের মনোয়ন পত্র বাতিল হয়ে যাওয়ার পর মাঠে আর এমন কোন প্রার্থী রইলেন না যারা বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জোর প্রতিন্দ্বন্দ্বিতা গড়ে তুলতে পারতেন। হয়তো যুক্তি সঙ্গত ও আইনানুগভাবেই বাতিলের ভাবেই মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। কিন্তু এর ফলে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে মনে হতে পারে বিএনপি প্রার্থীদের জয়ের পথ নিষ্কষ্টক করার জন্যই উক্ত মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
বগুড়ায় মাহমুদুর রহমান মান্না, যিনি ৫ আগস্ট সরকার পরিবর্তনের জন্য অনেক কাজ করেছেন, তার মনোনয়ন পত্রও বাতিল করা দেওয়া হয়েছে। তাহলে কি এমন সংসদ গঠনের নীল নকশা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে, যাতে সংসদে কোন বিরোধী কণ্ঠ না থাকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ছয় কেন্দ্রের ফলাফলে শিবির এগিয়ে : জকসু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের (কেন্দ্র) চূড়ান্ত ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা।

বিস্তারিত »

অস্ট্রেলীয় হাইকমিশনার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি মঙ্গলবার সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজ হাতে মাকে

বিস্তারিত »

বেগম জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পতœী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। তাঁর মৃত্যুর পর সরকারিভাবে ঘোষিত

বিস্তারিত »

জিপিএইচ ইস্পাতের কর্ণধার জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত, থ্রি চিয়ার্স

গৌড়বঙ্গের অসাধারণ কৃতীপুরুষ, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর কৃতিত্বপূর্ণ জীবনে

বিস্তারিত »

জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু-সুন্দর ভোট উপহার দেবো: সিইসি

জাতিকে সুষ্ঠু-সুন্দর ও বিশ্বাসযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার ওয়াদা করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে সুন্দর ভোট

বিস্তারিত »