খাগড়াছড়ির রিজিওনের বাঘাইহাট জোনের পক্ষ থেকে বিঝু উৎসব পালনে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। একই সঙ্গে বাঘাইছড়ি উপজেলার উজোনী যুব শিল্পী গোষ্ঠীর সভাপতি শুভতম চাকমাকে বিজুর ড্রেস বানানোর জন্য এবং সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটির সভাপতি খুশিরাম ত্রিপুড়াকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সোমবার (৮ এপ্রিল) সকালে এ অনুদান প্রদান করেন ৬ ইস্ট বেঙ্গল জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন পিএসসি।
আর্থিক অনুদান প্রদানকালে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায় সামাজিক ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করতে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এধরনের সেবা সব সময় অব্যাহত থাকবে। পার্বত্য এলাকায় বিঝু, বৈসাবি, সাংগ্রাই উৎসবগুলো সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে।