‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
অ্যাডভোকেট কামেলা খানম রূপা, চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, হাশিমপুর ইউপি চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল আলীম, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান, থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফান, উপজেলা প্রকৌশলী জুনায়েদ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকার দিবসটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।