চট্টগ্রামের ফটিকছড়িতে ভোট শেষে বের হওয়ার পর প্রিজাইডিং অফিসার ও সহকারীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) উপজেলার বাগানবাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চিকনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট শেষে বের হয়ে রাস্তায় আসার পর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় প্রিজাইডিং অফিসার ও অন্যান্য সহকারীদের গাড়ির উপর।
এতে হামলায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এইচ এম খোরশেদুল আলম নামে এক ব্যক্তি আহত হন । এসময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাংচুর করে। এছাড়া যারা ভাড়ায় চালিত গাড়ি করে বাড়ি ফিরছিল তাদের লাঠিসোটা নিয়ে তাড়া করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে।
প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ভোট শেষে কেউ রেজাল্ট নিয়ে ফিরছিলাম,কেউ বাড়ি যাওয়ার জন্য ফিরছিলাম। এমন সময় দুর্বৃত্তরা আমাদের উপর হামলা চালায়।
তিনি আরো বলেন, এসময় আইনশৃংঙ্খলা বাহিনীর তৎপরতা ও গাড়িচালকের দক্ষতায় আমরা হামলা থেকে রক্ষা পেয়েছি। তবে আমাদের এক সহকর্মীর গাড়ি ভাংচুর করে।
আমরা ঘটনাটি সহকারী রিটার্নিং অফিসে জানিয়েছি।