বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

সংবাদ সম্মেলনে বিএনএম প্রার্থী এয়াকুব আলী

পটিয়ার মানুষ সামশুল হকের হাত থেকে রেহাই পেতে চায়

মহিউদ্দিন চৌধুরীর কবরে পুস্পস্তবক অর্পন করছেন চট্টগ্রাম মহানগর ১৪ দল নেতৃবৃন্দ

পটিয়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮৯ চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসন থেকে প্রার্থী হওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে পটিয়ার একটি রেস্টুরেন্টে বিএনএম প্রার্থী এম এয়াকুব আলী স্হানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থিতার বিষয়টি স্পষ্ট করেন।

সংবাদ সম্মেলনে এম এয়াকুব আলী বলেন, সারাদেশে বিএনএম প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোয়ান্টিটিতে নয়, বরং কোয়ালিটিতে বিশ্বাস করি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে আমি জয়ী হয়ে সংসদে অর্থপূর্ণ ও বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারব। আমার মতো আরো চৌকস সংসদ সদস্যকে নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারলে শিগগিরই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটবে। জনগণ তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশ এবং সুশাসন ফিরে পাবে।

তিনি বলেন, বিএনএম কোনো জোটের সঙ্গে নয় বরং নিজস্বভাবেই  নির্বাচনে অংশ নিয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাকে আমার সততা, ন্যায়নীতি, আদর্শ, মূল্যবোধ, দেশপ্রেমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিএনএম চেয়ারম্যান পটিয়া থেকে মনোনয়ন দিয়েছেন। সারাদেশে আমার মতো আরো অনেক চৌকস রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলন হয়েছে বিএনএম পার্টিতে। এছাড়াও অনেক সাবেক এমপি, রাজনীতিবিদ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিসম্পন্ন ব্যাক্তিবর্গসহ বহু বরেণ্য ও খ্যাতিমান লোকদের আবির্ভাব হয়েছে এ দলে।

তিনি আরো বলেন, আমরা নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশ নিয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি সংশ্লিষ্টদের কাছ থেকে। আমি গত ১৮ বছর ধরে পটিয়ার আপামর জনসাধারণের সাথে সম্পৃক্ত রয়েছি। এ পটিয়াকে নিয়ে আমার স্বপ্ন দীর্ঘ দিনের। বিগত দিনে পটিয়ায় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের অদূরদর্শিতা ও নানা অনিয়ম দুর্নীতির কারণে পটিয়ার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ধরে পটিয়ায় ইয়াবা, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ভূমিদস্যু, স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র প্রভাব বিস্তার করে আসছে। এসমস্ত অন্যায় অনৈতিক কার্যকলাপ থেকে বেরিয়ে আসতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে পটিয়ায় একটি সুস্থ ধারার অহিংস রাজনৈতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত পটিয়া গড়ার লক্ষ্যে জয়যুক্ত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

এম এয়াকুব আলী বলেন, আমি একজন আপাদমস্তক ব্যাবসায়ী। চট্টগ্রামের অধিকাংশ ব্যবসায়ী এ পটিয়ার। এ পটিয়াকে নিয়ে আমার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমি মহান জাতীয় সংসদের একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে পটিয়ার মানুষের ভাগ্য পরির্বতনে কাজ করতে পারি। এ ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে সবার সহযোগিতা কামনা করছি। যেহেতু বর্তমান সরকার, নির্বাচন কমিশন সহ সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছেন সেহেতু, আমিও আশাবাদী প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। যাতে সাধারণ ভোটারেরা সুষ্ঠু সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে পটিয়ায় যিনি সংসদ সদস্য হিসেবে ছিলেন তিনি তার পরিবারতন্ত্রের মাধ্যমে হালুয়ারুটি ভাগাভাগি করেছেন। পটিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কিছুই করেননি। সামশুল হক চৌধুরী এমপি এখন বলে বেড়াচ্ছেন তিনি নাকি পটিয়ায় সাড়ে ছয় হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। তিনি তার পরিবারের উন্নয়ন ছাড়া আর কারো উন্নয়ন করেননি। পটিয়ায় যেসব দৃশ্যমান মেগাপ্রকল্পগুলোর উন্নয়ন দেখা যাচ্ছে সেগুলো তো সড়ক জনপদসহ বৈদেশিক অর্থায়নে হয়েছে। তিনি পটিয়ার মানুষের সাথে এখনো মিথ্যাচার করছেন।

তিনি বলেন, পটিয়াকে একটি বদ্বীপ আখ্যাদিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১২শ কোটি টাকার প্রকল্প হাতিয়ে এনে লুটপাট করেছে সামশুল হক চৌধুরী। পটিয়া কোন সমুদ্রবেষ্টিত উপজেলা নয়। পটিয়াকে কেন বদ্বীপ দেখিয়ে পটিয়ার জনগণকে ছোট করে দেখা হয়েছে এ প্রশ্ন করেন তিনি। এ প্রকল্পের আওতায় যেভাবে খাল খনন করার কথা ছিল এবং খনন পূর্ববর্তী খালের উভয় পাড়ের মানুষের জায়গা জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দেয়ার কথা ছিল সেটা তিনি করেননি। তিনি স্হানীয় মাস্তানদের দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অসহায় মানুষের জায়গা জমির ক্ষতিপূরণ দেননি।
এভাবে গত ১৫ বছরে সামশুল হক চৌধুরী পটিয়ার সন্মানহানী করেছেন সারাদেশের মানুষের কাছে। এখন সময় এসেছে এ পরিবারতন্ত্রের হাত থেকে পটিয়ার মানুষকে রক্ষা করার। আমি বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে পটিয়ার মানুষ যোগ্য প্রার্থীকে জিতিয়ে পটিয়ার হারানো গৌরব ঐতিহ্য ফিরিয়ে আনবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী আবদুর রশিদ, মো. মনসুর আলম, মো. আইয়ুব, আবদুল কুদ্দুস চৌধুরী, মনসুর আলম সওদাগর, আবদুর রশিদ, নাদেরুজ্জামান, ইকবাল মেম্বার সহ আরো অনেকেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী/ফাইল ছবি: এএফপি ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »