মহান বিজয়ের মাসকে ঘিরে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। সবখানে হাঁকডাকছে মৌসুমী ব্যবসায়ীরা। বিজয়ের মাস ডিসেম্বরে মানুষ দোকান, বাড়ির ছাদে, গাড়ির সামনে জাতীয় পতাকা টানিয়ে রাখে। ১৬ ডিসেম্বর সব অফিস ও প্রতিষ্ঠানে টানানো হয় জাতীয় পতাকা। তাই বিজয়ের মাসে লাল সবুজের জাতীয় পতাকার চাহিদা থাকে বেশি।
কয়েক ফুট লম্বা বাঁশের মাথা থেকে নিচ পর্যন্ত পর্যায়ক্রমে বড় থেকে ছোট আকারের পতাকা সাজিয়ে কাঁধে নিয়ে হাট বাজার, পাড়া মহল্লায় হাঁকডাক করে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন মৌসুমী ব্যবসায়ীরা। ক্রেতারাও বিভিন্ন সাইজের পতাকা ক্রয় করছেন।
শুধু পতাকা নয়, মাথায় ও হাতে বাঁধতে লাল-সবুজের ব্যাচ, গাড়িতে ও অফিসে ব্যবহারের জন্য স্ট্যান্ডসহ এবং বাচ্চাদের জন্য প্লাস্টিকের হাতলসহ পতাকাও বিক্রি করছেন তারা। আকারভেদে একেকটি পতাকা ২০ টাকা থেকে ৫০০ টাকা আর ব্যাচ বিক্রি হয় ১০ টাকা থেকে ২০ টাকা করে।
জাতীয় পতাকা ক্রেতা দেলোয়ার বলেন, গাড়িতে লাগানোর জন্য ২০ টাকা দিয়ে পতাকাটা নিলাম। দোকানে লাগানোর জন্য পতাকা নিয়েছেন বলে জানালেন ব্যবসায়ী নাজিম।
মৌসুমী পতাকা বিক্রেতা ইসারাফিলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। থাকেন চট্টগ্রামে। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি, ৭ মার্চ, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরকে সামনে রেখে পতাকা বিক্রি করি। এসব দিবসকে উপলক্ষ্য করে ভাল পতাকা ভাল বিক্রি হয়।