চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিব-দুঃখীদের কথা ভাবেন। শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) পটিয়া উপজেলার দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।
পটিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টার দুরারোগ্য ব্যাধি ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক প্রদানকালে
মোহাম্মদ নাছির বলেন, যেসব পরিবারে দুরারোগ্য রোগে আক্রান্ত তারাই বোঝেন রোগের কাছে কতটা অসহায় মানুষ। তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামে গ্রামে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু কন্যা গৃহহীন-ভূমিহীন মানুষদের জন্য ঘরের ব্যবস্থা করছেন। তিনি শুধু দেশের উন্নয়নই নয়, মানুষের পাঁচটি মৌলিক দাবি- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহতায়ালা এই সব নিরীহ মানুষদের মুখের দিকে তাকিয়ে তাকে (শেখ হাসিনাকে) বাঁচিয়ে রেখেছেন, ক্ষমতায় রেখেছেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মে হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ মেম্বার, উপজেলা আওয়ামী লীগ নেতা সবুজ বড়ুয়া, আশিষ তালুকদার, জেলা যুবলীগের সহ সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, মহি উদ্দিন মহি, জেলা সেচ্ছাসেব লীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, এরশাদুর রহমান, আব্দুল মালেক, ইদ্রিস চৌধুরী, কুতুব উদ্দিন, প্রতিমা চৌধুরী, হাসিনা আকতার, রোকেয়া খানম সহ প্রমুখ।