চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সকাল থেকেই উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “হেফাজতের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।”
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা অতিক্রম করছিলেন মাওলানা সোহেল। পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হেফাজতের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুল ইসলাম দাবি করেন, “এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। সোহেল চৌধুরীকে আগেও গুমের চেষ্টা করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “এই হত্যার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা চট্টগ্রাম উত্তর জেলায় অবরোধের ঘোষণা দিয়েছি।” এ সময় হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাছির মুনির উপস্থিত ছিলেন।
নিহত মাওলানা সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ কালাপানিয়ায়। তবে তিনি দীর্ঘদিন ধরে রাউজান আহমদিয়া দারুল হিকমা আল ইসলামিয়া মাদরাসার মুহতামিম হিসেবে কর্মরত থাকার সুবাধে পৌরসভার মেডিকেল গেট এলাকায় বসবাস করছিলেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে তিনি দায়িত্ব পালন করছিলেন।