দুই দিনের ২৪ ঘণ্টার সফরে ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইমানুয়েল মাখোঁকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তেত্রিশ বছর পর এটিই দেশটির কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর। এর আগে, ১৯৯০ সালে বাংলাদেশে এসেছিলেন ফ্রান্সের সে সময়ের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ।
বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশ সফরে এসেছেন ইমানুয়েল মাখোঁ।
আজ রাতে রাজধানীর ফরাসি প্রেসিডেন্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং নৈশভোজে অংশ নেবেন। এরপর রাত ১০টায় তিনি যাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড জলের গানের শিল্পী রাহুল আনন্দের ধানমন্ডির বাসায়। সেখানে রাহুলের নতুন ধারার সংগীত ও বাদ্যযন্ত্রের পরিবেশনা উপভোগ করবেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইমানুয়েল মাখোঁর দ্বিপাক্ষিক বৈঠক। এসময় সমঝোতা স্মারক সই করবেন দুই নেতা।