ফরাসি নাগরিক ৪৩ বছর বয়সী মাইকেল বিজেট। থাকেন মারাকেশ শহর। বার্তা সংস্থা এএফপিকে মরক্কোর ভয়াবহ ভূমিকম্পের বর্ণনা দেন এভাবে- মনে হচ্ছিল আমার বিছানা উড়ে যাচ্ছে। আমি অর্ধনগ্ন হয়ে বাইরে বেরিয়ে পড়ি। বেরিয়ে দেখি পুরো বিশৃঙ্খল অবস্থা। ফরাসি এ নাগরিকের তিনটি বাড়ি রয়েছে শহরটিতে।
ভূমিকম্পের সময় গাড়ি চালাচ্ছিলেন ফয়সাল বাদৌড়। তিনি এএফপিকে বলেন, ভূমিকম্পের ভয়াবহতা বুঝতে পেরে আমি থেমে যাই। এটি খুব ভয়াবহ ছিল। কান্না ও চিৎকার সহ্য করার মতো ছিল না।
এদিকে মাকারেশের হাসপাতালগুলোতে আহত রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এতে কমপক্ষে এখন পর্যন্ত ৬৩২ জন নিহত হওয়ার খবর পওয়া গেছে। আহত হয়েছেন ১৫৩ জন। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মরক্কোর মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। স্থানীয় সময় ১১টার দিকে এ ভূমিকম্পটি আঘাত হানে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। উদ্ধার অভিযান চলছে।