রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১, ১৫ রমজান, ১৪৪৬

রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, মদ্যপ চালকের বেপরোয়া গতির শিকার ৪

মুক্তি৭১ ডেস্ক :

ফের রাতের শহরে পথ দুর্ঘটনা। লেকটাউন থেকে বাগুইহাটির দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। পুলিস সূত্রে খবর, লেকটাউন থানা এলাকার দমদম পার্ক সিগনালে দাঁড়িয়ে ছিল একটি লরি। তার পাশে ছিল একটি বাইক।  ঘটনাস্থালেই মৃত্যু হয় এক তরুণী সহ তিন জনের।

লেকটাউন থানা এলাকার দমদম পার্ক সিগন্যালে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা সহ তিন জনের। সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। একই সঙ্গে ধাক্কা মারে একটি বাইকেও। ওই প্রাইভেট গাড়িটিতে এক মহিলা সহ চার জন ছিল। বাইকে ছিল দুজন এমনটাই পুলিস সূত্রে খবর।

ফের রাতের শহরে পথ দুর্ঘটনা। লেকটাউন থেকে বাগুইহাটির দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। দমদম পার্ক সিগনাল লাল থাকাই দাঁড়িয়ে পরে একটি লরি। এরপরেই দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে ওই গাড়িটি। এর পাশাপাশি একটি বাইকেও ধাক্কা মারে ওই গাড়িটি। চারচাকা গাড়িতে ছিল এক তরুণী সহ চারজন ও বাইকে ছিলেন দুজন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। জানা গিয়েছে ঘটনাস্থালেই মৃত্যু হয় এক তরুণী সহ তিন জনের। বাকিদের অবস্থা আশঙ্কা জনক। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ধারণা গাড়ির যাত্রীরা সকলেই মত্ত ছিলেন।

পুলিস সূত্রে খবর, লেকটাউন থানা এলাকার দমদম পার্ক সিগনালে দাঁড়িয়ে ছিল একটি লরি। তার পাশে ছিল একটি বাইক। আচমকার দ্রুত গতিতে আসা একটি চারচাকা প্রাইভেট গাড়ি প্রথমে বাইক টিকে ধাক্কা মারে। তারপরে গাড়িটি দাক্কা মারে লরির পিছনে।পুলিশ সূত্রে খবর রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে পড়ে থাকে চারজন, বাইকে থাকা দুজন রাস্তায় ছিটকে পড়ে থাকে। লেকটাউন থানায় খবর গেলে তড়িঘড়ি পুলিস ঘটনাস্থলে আসে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তরুণী সহ তিন জনের। পুলিস সূত্রে খবর ও স্থানীয়দের দাবি ওই চারচাকা প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিল বলে প্রাথমিক অনুমান। এবং অত্যন্ত বেপরোয়াভাবে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল তারা। আর তার জেরে নিয়ন্ত্রণ রাখতে না পেরেই  সিগনালে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে গাড়িটি। চারচাকা গাড়ি এবং বাইক টিকে লেকটাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

গাড়িতে থাকা ৫ আরোহীর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আরজিকর হাসপাতালে নিয়ে গেলে বাইকের চালককেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়ির অপর ২ আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর লরিটি পলাতক। রবিবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ২টো নাগাদ ৬ জনকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এখনও পর্যন্ত কারোর পরিচয় জানা যায়নি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা শুরু করেছে লেকটাউন থানার পুলিস। খতিয়ে দেখা হচ্ছে রাস্তায় লাগানো সমস্ত সিসিটিভি ফুটেজ। রাস্তায় বসানো স্পিড মিটারগুলি পরীক্ষা করে এই গাড়ির গতিবেগ কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার গাড়ির ফরেন্সিক পরীক্ষা হওয়ার কথা। মৃত চার জনের ময়নাতদন্ত আরজি কর হাসপাতালেই হবে। পরিচয় জানা গেলে বাড়ির লোককে খবর দেওয়া হবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশিরা পাসপোর্ট নিয়ে কলকাতায় পুলিশ

কলকাতা: পাসপোর্ট সঙ্গে না রেখে কলকাতায় সমস্যার শিকার হচ্ছেন বহু বাংলাদেশি নাগরিক। বিশেষ করে রাতের বেলায়। আর সেই সুযোগের সদ্ব্যবহার করছে পুলিশ বেশধারীরা বা কলকাতা

বিস্তারিত »

হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধানও নিখোঁজ!

লেবাননের রাজধানী বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর মুহুর্মুহু হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর ধারণা করা হচ্ছিল, হিজবুল্লাহর

বিস্তারিত »

ইসরাইলে হামলার নির্দেশ দিলেন খামেনি

ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার(৩১ জুলাই) ইরানে

বিস্তারিত »

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৭

ইউক্রেনের কয়েকটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩৭ জন নিহত হয়েছে। রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এক চিকিৎসকসহ প্রাপ্ত বয়স্ক দু’জন

বিস্তারিত »

ফ্রান্সে বাম জোটের নাটকীয় জয়

ফ্রান্সের জনগণ আবারও জানিয়ে দিলো যে, তারা কট্টর ডানপন্থীদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে বড় জয় পেয়েছিল ডানপন্থীরা। এমনকি, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের

বিস্তারিত »

প্রথম ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী স্টারমার

জয়ের পর প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নতুন প্রধানমন্ত্রী হিসাবে সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে এরই মধ্যে প্রথম ভাষণও

বিস্তারিত »

বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান

জো বাইডেনের হতাশাজনক বিতর্কের পারফরম্যান্সে হতবাক ডেমোক্র্যাটরা। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টকে তার মানসিক সুস্থতার বিষয়ে স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটের দুই আইনপ্রণেতা। নির্বাচন থেকে সরে যাওয়ার

বিস্তারিত »

পাকিস্তানে হাইকোর্টে প্রথম প্রধান নারী বিচারপতি

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরের হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি আলিয়া নীলম। এর ফলে এই প্রথম কোনো নারী শীর্ষ বিচারপতি পেল লাহোর

বিস্তারিত »

ভারতে ভোলে বাবার অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের হাথরাসে এক ধর্মীয় উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে নারী-শিশুসহ অন্তত ১০৭ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন। মঙ্গলবার (

বিস্তারিত »