পাঠান সিনেমায় সাফল্যের পর শিগগিরই জওয়ান সিনেমায় ‘বলিউড কিং’ শাহরুখ খানকে দেখার অপেক্ষায় ভক্তরা; ইতোমধ্যে সিনেমাটির বেশিরভাগ কাজ গুছিয়ে উঠলেও দুটি গানসহ কিছু অংশের কাজ এখনও বাকি।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই মুম্বাইয়ে জওয়ানের প্রথম গানের শুটিং সারবেন শাহরুখ খান ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।
প্রথম গানের শুটিং শেষ হওয়ার পরই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় গানের কাজ শুরু করবেন ‘বলিউড বাদশা’। এই গানে তার সঙ্গী হবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাঠানের এই জুটি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় গানের শুটিংয়ের কাজ করবেন, যদিও জওয়ানে দীপিকা নায়িকা হয়ে নয়, আসছেন শাহরুখের সহ-অভিনয়শিল্পী হিসেবে।
জওয়ান সিনেমার টিজার আসে গত বছর। দেড় মিনিটের টিজারে শাহরুখকে দেখা যায় ভিন্ন রূপে। শুধু এক চোখ বের করা আর সারা মুখ ব্যান্ডেজে মোড়ানো শাহরুখকে দেখে বোঝা যায় এটি অ্যাকশনধর্মী সিনেমা। দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত জওয়ান প্রযোজনা করছেন শাহরুখের স্ত্রী গৌরি খান।
শাহরুখের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি, অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত।
জওয়ান সিনেমার মুক্তির তারিখ পেছানোর খবর এলেও বলিউড হাঙ্গামা জানিয়েছে, ২ জুনে সিনেমার মুক্তির জন্যই দিনরাত কাজ করছে ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশন টিম। পরিচালক অ্যাটলিও ওই তারিখে জওয়ানকে মুক্তি দিতে বেশ আশাবাদী। ভিএফএক্সসহ সিনেমার চূড়ান্ত কাজ ১০ মে এর মধ্যে শেষ হবে। এরপর পুরো টিমের হাতে থাকবে ২০ দিন।-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম