মঙ্গলবার ৫ টায় চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে নাজিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র এ কে জাহেদ চৌধুরী চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।
এ সময় এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, নাজিরহাট পৌরসভা নির্বাচন গণতন্ত্রের বিজয় হয়েছে, এ বিজয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয়, এ বিজয় সরকারের উন্নয়নের সুফল। গণমানুষের বিজয় । দেশবাসী জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে গণরায় দিয়েছে পৌরবাসী। নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা। এজন্য জনগণের আস্থা ও বিশ^াস অর্জন করতে হবে। শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করল হবে না, জনগন যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য কোন মানুষ গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, প্রতিটি মানুষ চিকিৎসা সেবা পাবে।
তিনি আরও বলেন, জনগণকে ভোট দেয়ার যে অধিকার সে অধিকার বিএনপি-জামায়াত বিশ^াস করে না, এটা হলো বাস্তবতা। আমরা বিশ^াস করি গণতন্ত্রে, আমরা বিশ^াস করি জনগণের ভোটের অধিকার, আমরা বিশ^াস করি জনগণ ভোট দিয়ে তার মন মতো প্রার্থী নির্বাচিত করবে। জনগণ কখনো ভূল করে না এটা হলো বাস্তবতা। নাজিরহাট পৌরসভার নির্বাচন সেটাই প্রমাণ হয়েছে। পৌরবাসী, স্থানীয় প্রশাসন, সাংবদিকসহ সংশ্লিস্ট সকল যারা সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন, শফিউল আজম, মোতাহের হোসেন বাবুল, মাস্টার মফিজ, এমরান মুহুরী প্রমুখ।