সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ, ১৪৩২, ২২ রজব, ১৪৪৭

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ, দুপক্ষের পাল্টা হামলা

গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল।

মুক্তি৭১ ডেস্ক

আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালানোর পর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।

দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে গত শনিবার রাতে এ খবর দিয়েছে রয়টার্স।

কাবুলে পাকিস্তানের বিমান হামলার ঘটনার পর এখন সীমান্তে দুই দেশের বাহিনীর সংঘাতে জড়ানোর খবর এল।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স লিখেছে, তালেবান বাহিনী দুটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করার দাবি জানিয়েছে।

এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সীমান্তের অন্তত পাঁচটি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তাদের বাহিনী পাল্টা জবাব দিচ্ছে।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল।

ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। তবে কাবুলকে আহ্বান জানিয়েছে ‘পাকিস্তানবিরোধী সন্ত্রাসী সংগঠন’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেওয়া বন্ধ করতে।

এর জেরে শনিবার গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তজুড়ে তীব্র সংঘর্ষ শুরু হয়।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন লিখেছে, “আফগান তালেবান বাহিনী বিনা উসকানিতে পাকিস্তানের একাধিক সীমান্তচৌকিতে হামলা চালালে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।”

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের পাল্টা হামলায় আফগানিস্তানের ‘একাধিক সীমান্তচৌকি ও সশস্ত্র অবস্থানের’ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান, ট্যাংকসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করছে।

আফগান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবে’ পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় তালেবান বাহিনী ‘পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে।’

কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ—এই পাঁচ সীমান্তপ্রদেশের তালেবান কর্মকর্তারা সংঘর্ষের খবর দিয়েছেন।

খাইবার-পাখতুনখোয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আজ সন্ধ্যা থেকে তালেবান বাহিনী সশস্ত্র হামলা শুরু করে। আমরা প্রথমে হালকা, পরে চারটি সীমান্তপয়েন্টে ভারী কামান থেকে গোলা নিক্ষেপ করি।”

তিনি বলেন, “পাকিস্তানি বাহিনী গোলাগুলির জবাব দেয় এবং বিস্ফোরক বহনের সন্দেহে তিনটি আফগান ড্রোন গুলি করে নামায়। লড়াই এখনো চলছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপড়েন লেগে আছে। পাকিস্তানের দাবি, টিটিপি ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের মাটিকে ‘হামলার ঘাঁটি’ হিসেবে ব্যবহার করছে। ইসলামাবাদ বারবার তালেবান সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার পার্লামেন্টে বলেন, “যথেষ্ট হয়েছে। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে।”

অন্যদিকে কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান আবারও আফগান আকাশসীমা লঙ্ঘন করেছে, দোরান্দ লাইনের কাছে পাকতিকা প্রদেশে একটি বেসামরিক বাজারে বোমা ফেলেছে।”

এ ঘটনার একদিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি। তিনি কাবুলে বৃহস্পতিবার রাতের বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের তীব্র সমালোচনা করেন।

মুতাক্কি এ সপ্তাহেই ভারত সফরে যান। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে এটাই তাদের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “পাকিস্তানের নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় যা করার প্রয়োজন, তা করা হবে।”

 

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

গ্রিনল্যান্ডে, ডেনমার্কের পাশে ইউরোপ উপর ট্রাম্পের ‘নজর’  

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্কসহ ইউরোপের একাধিক দেশ এ বক্তব্যের বিরোধিতা করেছে। তারা বলছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো

বিস্তারিত »

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর

বিস্তারিত »

৪২৭৪ কোটি টাকা  ফিরল ব্যাংকে

 দীর্ঘদিন আতঙ্কে ব্যাংক থেকে তুলে নেওয়া টাকা আবার ফিরছে ব্যাংকিং ব্যবস্থায়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মানুষের হাতে থাকা

বিস্তারিত »

বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ, কঠিন হচ্ছে মার্কিন ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে

বিস্তারিত »

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা ইসরাইলের!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, এর মধ্যে

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা কী বলছে আন্তর্জাতিক আইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ধরা পড়ার পর এখন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয়

বিস্তারিত »

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী/ফাইল ছবি: এএফপি ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল,

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া

বিস্তারিত »