সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন, ১৪৩২, ২০ রবিউস সানি, ১৪৪৭

কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান-উত্তেজনা, পুলিশের রাবার বুলেটে আহত ৩

মুক্তি৭১ ডেস্ক

কনসার্টেজয় বাংলাস্লোগানউত্তেজনা, পুলিশের রাবার বুলেটে আহত কনসার্টেজয় বাংলাস্লোগানউত্তেজনা, পুলিশের রাবার বুলেটে আহত

নগরের জিইসি এলাকায় গত শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে একটি কনসার্ট চলাকালীন পুলিশের রাবার বুলেটে তিনজন আহত হয়েছেন। উত্তেজনা তৈরি হয় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে।

আহতরা হলেন মো. রাজু (৩৩), আল হোসেন কালু (২৫) ও নাজির শরীফ (২৩)। তাদের তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হোন্ডা কোম্পানি তাদের নতুন মোটরসাইকেলের প্রচারণায় ‘মোটরসাইকেল টেস্ট রাইড অ্যান্ড ফ্রি সার্ভিস ক্যাম্প’ নামে সকাল ১১টা থেকে একটি ফ্রি ইভেন্ট আয়োজন করেছিল। কর্মসূচির শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৬টার দিকে আর্টসেল ব্যান্ডের পরিবেশনা শুরু হয়।

রাত পৌনে ৮টার দিকে ভিড় বেড়ে যাওয়ায় পুলিশ আয়োজকদের কনসার্ট শেষ করার নির্দেশ দেয়। তখন কিছু দর্শক ‘জয় বাংলা’ স্লোগান দেন, আর অপর একটি পক্ষ ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার শুরু করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দর্শকদের একটি অংশ পুলিশ ও কনভেনশন সেন্টারের ফটকের দিকে ইট-পাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ব্যবহার করলে তিনজন আহত হন।

গুলিবর্ষণের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। উপস্থিত কয়েকজন দর্শক দাবি করেন, স্লোগানকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।

ঘটনার বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি)-এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

উত্তরণ’র ঈদ উপহার বিতরণ

সংযমের মাস রমজানে গরীব দুস্থদের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করে সামাজিক সংগঠন উত্তরণ। গতকাল ১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টায় বারইয়ারহাট পৌরসভার আল হেরা

বিস্তারিত »

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের নেতৃবৃন্দ নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সৌজন্য সাক্ষাত বৃহস্পতিবার সকাল ১১:৩০টায় তাঁর গুলশানস্থ কার্যালয়ে  সম্পন্ন হয়। এ সময়

বিস্তারিত »

দীঘিনালায় ছড়ার ভাঙনে রাস্তা বিলিন এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ!

খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের দক্ষিন মিলনপুর এলাকার ছড়ার ভাঙ্গনে চলাচলের একমাত্র রাস্তাটি বিলিন হতে চলেছে। ফলে চলাচলের ক্ষেত্রে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। বর্তমানে এ রাস্তায়

বিস্তারিত »