মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১, ১৭ রমজান, ১৪৪৬

উত্তরণ’র ঈদ উপহার বিতরণ

মুক্তি ৭১ ডেস্ক-মিরসরাই প্রতিনিধি :

সংযমের মাস রমজানে গরীব দুস্থদের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করে সামাজিক সংগঠন উত্তরণ। গতকাল ১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টায় বারইয়ারহাট পৌরসভার আল হেরা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উত্তরণ’র ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। মিরসরাই উপজেলার অন্তর্গত বারইয়ারহাট পৌরসভা, ২নং হিংগুলী ইউনিয়ন ও ৪ নং ধুম ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড় এর প্রতিবন্ধী, বিধবা ও এতিমদের মাঝে ঈদ উপহার পৌছে দেওয়া হয়। উত্তরণ’র সদস্যরা উপহারগুলো ঘরে ঘরে পৌছে দেন।
উত্তরণ’র সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে এবং সধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের অতিথি স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় এর সহ-সভাপতি মোঃ দিদারুল আলম, উপস্থিত ছিলেনে উত্তরণ’র সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাসুম সোহান, দপ্তর সম্পাদক নুর সালমান লিমন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, শিক্ষা সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন শয়ন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নূরের নবী নয়ন, নির্বাহী সদস্য সাদ্দাম হোসেন আসিফ, নির্বাহী সদস্য জাবির উদ্দিন, নির্বাহী সদস্য জমির উদ্দিন সহ উত্তরণ’র সাধারণ সদস্যবৃন্দ।
উত্তরণ’র ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নূরের নবী নয়ন এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তিলাওয়াত শেষে ঈদ উপহার ব্যবস্থাপনা ও বন্টন নিয়ে আলোচনা করেন উত্তরণ’র সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন। এরপর আলোচনা করেন উত্তরণ’র সভাপতি মোঃ আবু সাঈদ। পরে উত্তরণ’র ঈদ উপহার বিতরণ এবং উত্তরণ’র সদস্যদরে মাঝে পরামর্শমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথি স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় এর সহ-সভাপতি মোঃ দিদারুল আলম।

সর্বোপরি প্রতিবছরের বিভিন্ন কার্যক্রম এবং ঈদ উপহার বিতরণসহ উত্তরণ’র ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন উত্তরণ’র সভাপতি মোঃ আবু সাঈদ। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করনে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের নেতৃবৃন্দ নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সৌজন্য সাক্ষাত বৃহস্পতিবার সকাল ১১:৩০টায় তাঁর গুলশানস্থ কার্যালয়ে  সম্পন্ন হয়। এ সময়

বিস্তারিত »

দীঘিনালায় ছড়ার ভাঙনে রাস্তা বিলিন এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ!

খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের দক্ষিন মিলনপুর এলাকার ছড়ার ভাঙ্গনে চলাচলের একমাত্র রাস্তাটি বিলিন হতে চলেছে। ফলে চলাচলের ক্ষেত্রে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। বর্তমানে এ রাস্তায়

বিস্তারিত »