রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১, ১৫ রমজান, ১৪৪৬

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের নেতৃবৃন্দ নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সৌজন্য সাক্ষাত বৃহস্পতিবার সকাল ১১:৩০টায় তাঁর গুলশানস্থ কার্যালয়ে  সম্পন্ন হয়। এ সময় তাঁরা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় মহামান্য রাষ্ট্রপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেন বাংলাদেশের সব জেলা পরিষদের চেয়ারম্যানগণ পোড় খাওয়া ,ত্যাগী ও নির্যাতিত রাজনীতিবিদ। অনেকেই বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে রেখে আপনারা কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার স্বপক্ষে সকলকে নিয়ে আপনারা দেশের সার্বিক উন্নয়নে কাজ করবেন। দেশের উন্ন্য়নে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম মাহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের ব্যক্তিত্ব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে, আমরা গর্বিত এবং দেশের আপামার জনসাধারণও আনন্দিত।

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনির চৌধুরী মাহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনির চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: জাফর আলী, বীর মুক্তিযোদ্ধা মো: মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: সাবেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, চন্দন শীল, ডা: মুশফিক হোসেন চৌধুরী, মো: মুনির হোসেন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি মো: আতিয়ার রহমান, শাহিনুল হক মার্শাল, সালমা রহমান হ্যাপী, মো: আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, মো: আব্দুস সালাম, সাইফুজ্জামন পিকলু, মাহফুজুর রহমান মনজু, শাহাদাত হোসেনসহ বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

উত্তরণ’র ঈদ উপহার বিতরণ

সংযমের মাস রমজানে গরীব দুস্থদের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করে সামাজিক সংগঠন উত্তরণ। গতকাল ১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টায় বারইয়ারহাট পৌরসভার আল হেরা

বিস্তারিত »

দীঘিনালায় ছড়ার ভাঙনে রাস্তা বিলিন এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ!

খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের দক্ষিন মিলনপুর এলাকার ছড়ার ভাঙ্গনে চলাচলের একমাত্র রাস্তাটি বিলিন হতে চলেছে। ফলে চলাচলের ক্ষেত্রে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। বর্তমানে এ রাস্তায়

বিস্তারিত »