বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন, ১৪৩২, ২৩ রবিউস সানি, ১৪৪৭

পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

মুক্তি৭১ ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) উপজেলার চন্দ্রা এলাকায় এ অবরোধ চলছে।

গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চালক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। মালিকপক্ষের প্রতিনিধি, থানা পুলিশ ও শিল্পপুলিশ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেও মহাসড়ক থেকে সরাতে পারেনি। বেতন না দিলে শ্রমিকরা মহাসড়ক ছাড়বেন না বলে জানান। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্পপুলিশ।

মাহমুদ জিন্স লিমিটেড নামে ওই কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানান, তিন মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ প্রায় দুই মাস ধরে বকেয়া পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে আসছে।

শ্রমিকরা আরও জানান, তিন মাসের বেতন বকেয়া থাকায় তাদের বাসা ভাড়া, দোকানের বকেয়া টাকা দিতে পারছেন না। টাকা না দেওয়ায় এখন আর বাকিতে সওদা দিতে চায় না দোকানদার। ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও ফি না দিতে পারায় অনেকের স্কুল-কলেজ পড়ুয়া সন্তানরা বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ জন্য ওই শিক্ষার্থীদের একটি বছর পিছিয়ে যেতে হয়েছে।

বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ সব বকেয়া পাওনা পরিশোধ করার কথা দিয়েছিল। কর্তৃপক্ষের নির্দেশনামতো শ্রমিকরা বিভিন্ন কারখানায় চাকরি নিয়ে নেয়। বেতন দেওয়ার তারিখ থাকায় শ্রমিকরা তাদের নতুন প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে সকালে কারখানায় আসেন। সকাল সাড়ে ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ টাকার ব্যবস্থা করতে না পারেনি এ জন্য তাদের বকেয়া বেতন দিতে পারবে না বলে জানিয়ে দেয়। পরে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক আজাদ রহমান বলেন, ‘সকাল থেকে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।’

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, ‘মাহমুদ জিন্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এ ব্যাপারে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

চাকসুর ভোটগ্রহণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত »

‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনারে শিক্ষকরা

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর

বিস্তারিত »

বাংলাদেশ সফরে আসবেন ব্রাজিলের প্রেসিডেন্ট

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গত সোমবার (১৩ অক্টোবর)

বিস্তারিত »

মিরপুরে কেমিক্যাল গোডাউন-গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন

বিস্তারিত »

দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: আনিসুল ইসলাম

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টাসহ সরকারের উপদেষ্টারা বারবার বলছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অপরদিকে সরকারের তথ্য উপদেষ্টা বলেছেন, প্রশাসনের

বিস্তারিত »

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈশ্বিক সভায় যোগ দিতে আজ রোববার (১২ অক্টোবর) ইতালির রোম সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা

বিস্তারিত »

শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই, ফ্লাইট বাড়িয়েছে সালাম এয়ার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করার পর বছর ঘুরতেই ফের ফ্লাইট চালু করছে ফ্লাই দুবাই। তাতে বন্দরনগরীর এই বিমানবন্দরে বাড়ছে

বিস্তারিত »

আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে সিইসি এ মন্তব্য করেন। এ এম এম নাসির উদ্দিন

বিস্তারিত »

পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিজিটাল পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে

বিস্তারিত »