খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে তৃণমূল উন্নয়ন সংস্থার সফল প্রকল্পের কিশোর-কিশোরীদের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টায় ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি ও বিচারক ছিলেন মেরুং ইউপি সদস্য হেলাল উদ্দীন, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের, ফুলচান কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাচ্চু মিয়া, ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল আলম, সাংবাদিক মহসীন মিয়া, শাহাদাৎ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফল প্রকল্পের দীঘিনালা উপজেলা সমন্বয়কারী প্রীতি চাকমা, কমিউনিটি ফ্যাসিলিটেটর পপেন ত্রিপুরা। এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ভূবনময় চাকমা।