বান্দরবানের রুমার পর এবার থানচি উপজেলার ব্যাংকে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক শাখায় হামলা চালায় সন্ত্রাসীরা। এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংক শাখায় সন্ত্রাসী হামলা হয়।
জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা থানচি বাজার ঘিরে ফেলে সবার কাছ থেকে মোবাইল সেট ও নগদ টাকা কেড়ে নেয়। পরে তারা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে বস্তাভর্তি করে এবং গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।
স্থানীয়রা জানান, দু’টি পিকআপে করে প্রায় ২০জন সশস্ত্র ডাকাত দল থানচির ব্যাংকে আসে। ব্যাংকে অস্ত্র নিয়ে প্রবেশ করে সেখানে থেকে টাকা নিয়ে যায় এবং ওই দু’টি ব্যাংকে থাকা গ্রাহক ও কর্মকর্তাদের মোবাইল ফোনও নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, হামলাকারীরা স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল আর্মি’ (কেএনএ) ইউনিফর্ম পরা ছিল। কারো কারো মুখে মাস্ক থাকলেও প্রায় সবার হাতেই ছিল অত্যাধুনিক অস্ত্র।
থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল কৃষি ও সোনালী ব্যাংকে ঢুকে ১৭ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। তবে ব্যাংকের ভল্ট ভেঙে তারা টাকা নেয় নি। এ সময় ডাকাতরা ফাঁকা গুলি ছোড়ে। তবে কোন ধরনের গুলি বিনিময় হয়নি।
এর ১৬ ঘণ্টা আগে জেলার রুমা উপজেলায় মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে সোনালী ব্যাংকের শাখায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সেই সাথে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্র আর গুলি লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে ব্যাংক থেকে টাকা লুট করা হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন।