খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় অডিটোরিয়ামে হলরুমে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন চংড়াছড়ি এসইএসডিপি মডেল উচচ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ, মাদ্রাসার সহকারী সুপার মো. আবু ইউসুফ, সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, ইবি ক্বারি মো’ আনিসুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ছাত্র পরিষদ কমিটি গঠিত হবে তাদের কার্যক্রম হবে পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন, মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ, গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানসহ আর্থিক সহযোগিতা এবং জাতীয় ও ধর্মীয় সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করা।
সভাশেষে মাওলানা মোহাম্মদ আনিসুর রহমানকে আহবায়ক, মো. আবদুল হান্নানকে সদস্য সচিব ও মো. আবু বকর ছিদ্দিককে অর্থ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ আসলাম উদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।