৭ই মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছেন। ১৯৭১ সালের এই দিনেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” মাত্র ১৮ মিনিটের ভাষণে সেদিন বঙ্গবন্ধু যেমন বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন, তেমনি দেশবাসীর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। এককথায় বলা যায়, এটি ছিল মুক্তিযুদ্ধের রণকৌশল। একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে, বঙ্গবন্ধুর এই ভাষণ তার অনন্য উদাহরণ।
বৃহস্পতিবার (৭ মার্চ)দুপুরে চট্টগ্রামের পটিয়ার থানার পাঁচরিয়া হালিমা রহমান উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার এসব কথা বলেন।
প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিরাজুল ইসলাম মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আ ন ম সেলিম, পাঁচরিয়া হালিমা রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমদ, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম ইউনুস মিয়া, সিনিয়র শিক্ষক মুহাম্মদ নুর, সহকারী শিক্ষক অনিক বড়ুয়া, জাহিদা পারভীন চৌধুরী, রবিউল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী একা বড়ুয়া, সানজিদা সুলতানা শিপা, তৈয়বা সুলতানা নিলা, আদিত্য বড়ুয়া নুসরাত জাহান ওহী, জাহিদুল ইসলামসহ সকল বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি আগামীতে এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পাবে তাদেরকে পাঁচ হাজার টাকা এবং বিদ্যালয়ের ফান্ডে পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।