সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ, ১৪৩২, ২২ রজব, ১৪৪৭

ফটিকছড়িতে প্রার্থীদের জমজমাট প্রচারণা

মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি

আগামী ৯ মার্চ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি দুই ইউপি নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত নানুপুর ও খিরামে গণসংযোগ-পথসভায় বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এসময় ব্যস্ত সময় পার করার পাশাপাশি প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। কোথাও হেঁটে হেঁটে, আবার কোথাও গাড়িতে ভোটারদের বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। এ ছাড়াও ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মী, তাদের পরিবারের সদস্য-আত্মীয়স্বজনরা। বলতে গেলে জমে উঠেছে ভোটের মাঠে প্রচারযুদ্ধ।

গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং সহকারে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। নানুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আজম মোটরসাইকেল প্রতীক নিয়ে ইতোমধ্যে নানুপুর সৈয়দ পাড়া, মাইজভাণ্ডার, ঢালকাটা এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি উন্নয়ন ধারা অব্যাহত রাখতে মোটরসাইকেল মার্কায় ভোট কামনা করেন।

অন্যদিকে একই ইউনিয়নের আরেক চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী রৌশনও আনারস প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
তিনিও ইতোমধ্যে নির্বাচনি এলাকার পশ্চিম নানুপুর, মাইজভাণ্ডার, ঢালকাটা নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে গড়ে তুলতে আনারস প্রতীকে ভোট কামনা করেন।

এদিকে খিরাম ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: সোহরাব হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনি এলাকার মুজিব নগর, মগকাটা, বিলাইছড়ি, লম্বাটিলা এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ,পথসভা ও উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন, বিগত পাঁচ বছর এলাকার উন্নয়নে কাজ করছি আশা করি এলাকাবাসী আমার কাজের মূল্যায়ন করবেন এবং অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার আবারো সুযোগ দান করবেন।

তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাসান ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি বলেন, যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। এলাকাবাসী আমাকে আশ্বস্থ করছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,আমি খিরামের হাল ধরার জন্য প্রার্থী হয়েছি। সাধারণ জনগণ আমাকে গ্রহণ করেছেন। প্রবাসী ভাইয়েরা তাদের পরিবারকে ম্যাসেজ দিচ্ছেন আমাকে জয়যুক্ত করার জন্য। আমি সকলের নিকট দোয়া কামনা করছি।

নানুপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খিরাম ইউনিয়ন চেয়ারম্যন পদে ৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন সাধারণ সদস্য পদে ২৩জন লড়ছেন।

প্রত্যক প্রার্থী স্ব স্ব প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়ক ও অলি-গলি প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। চলছে গান শ্লোগানও মাইকিং।

ওদিকে প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের অনুসারীরাও। ভোটাররাও কষছেন নানা হিসাব, কোন প্রার্থী জিততে পারেন, কে জিতলে ভাল হবে মূলত এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সবমিলিয়ে দুই ইউনিয়ন জুড়ে বইছে নির্বাচনি আমেজ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

তারেক রহমান সাধারণ মানুষের পরামর্শ নেবেন

দেশের সর্বস্তরের মানুষের পরামর্শ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন, দল পরিচালনা, এমনকি নির্বাচনে বিজয়ী হলে সরকার পরিচালনাসহ সব বিষয়েই পরামর্শের ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব

বিস্তারিত »